শাহ আলমগীর জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন বদরুল আহসান – দৈনিক মুক্ত বাংলা
ঢাকাশনিবার , ৪ মার্চ ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি-ব্যবসা
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. ইসলাম ও ধর্ম
  7. কোভিট-১৯
  8. ক্যারিয়ার
  9. খেলা
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. বিনোদন
  13. মি‌ডিয়া
  14. মু‌ক্তিযুদ্ধ
  15. যোগা‌যোগ
 
আজকের সর্বশেষ সবখবর

শাহ আলমগীর জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন বদরুল আহসান

সম্পাদক
মার্চ ৪, ২০২৩ ২:০১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতি‌বেদক ::

প্রথমবারের মতো চালু হওয়া ‘শাহ আলমগীর জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেয়েছেন লেখক ও সাংবাদিক সৈয়দ বদরুল আহসান। বাংলাদেশের সাংবাদিকতার দিকপাল প্রয়াত সাংবাদিক শাহ আলমগীরের সংগ্রামী জীবনের প্রতি শ্রদ্ধা রেখে এ অ্যাওয়ার্ড চালু করেছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি)।
শনিবার (৪ মার্চ) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এক অনুষ্ঠানের মাধ্যমে সৈয়দ বদরুল আহসানকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। তবে তিনি দেশের বাইরে থাকায় তার পক্ষ থেকে এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন তার ছোট ভাই ও বোন।

এখন থেকে প্রতি বছর একজন বরেণ্য ব্যক্তিকে এ অ্যাওয়ার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন বিজেসির নেতারা।

অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত থেকে সৈয়দ বদরুল আহসান বলেন, সব সময় সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করার চেষ্টা করেছি।

লেখার মধ্য দিয়ে দেশের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেছি।এ বছর ‘শাহ আলমগীর জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডে’র জুরি বোর্ডের চেয়ারম্যান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ স ম আরেফিন সিদ্দিকী। তিনি শাহ আলমগীরের স্মৃতিচারণ করে বলেন, সাংবাদিকতা হলো মানবকল্যাণে নিয়োজিত একটি পেশা। আর এ সাংবাদিকতাকে একাডেমিতে রূপ দিয়েছিলেন শাহ আলমগীর। তিনি ছিলেন সাংবাদিকতার দিকপাল। এ অ্যাওয়ার্ডের মধ্য দিয়ে শাহ আলমগীর সাংবাদিকদের মাঝে বেঁচে থাকবেন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, শাহ আলমগীর ছিলেন আপোষহীন সাংবাদিক। তিনি একজন ভালো মানুষ ছিলেন। আমরা প্রথম অ্যাওয়ার্ডটি এমন একজন ব্যক্তিকে দিতে পেরেছি, যিনি শাহ আলমগীর না হলেও তার মধ্যে শাহ আলমগীরের প্রতিচ্ছবি রয়েছে।

বিজেসির চেয়ারম্যান রেজোয়ানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন, বিজেসির সদস্য সচিব শাকিল আহমেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল আহমেদ চৌধুরী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।