রাজধানীর উত্তরা আব্দুল্লাহপুর বাসষ্ট্যান্ড হতে ৯০০০ হাজার ইয়াবা সহ মোঃরাসেল গাজী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ।
মোঃরাসেল মিয়া পটুয়াখালী জেলার দশমিনা গ্রামের মোঃমীর হোসেন গাজীর ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ৯ মার্চ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল্লাহপুর বাসষ্ট্যান্ড হতে এসআই খালেদ আনোয়ার সঙ্গীয় ফোর্স তাকে গ্রেফতার করে।
এই বিষয় উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে পটুয়াখালী জেলার দশমিনা থানার মামলা রয়েছে। অভিযান শেষে তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।