নির্মাণকাজ শেষ তবুও চালু হচ্ছে না শ্যামপুরের রাসায়নিকের গুদাম – দৈনিক মুক্ত বাংলা
ঢাকাশুক্রবার , ১০ মার্চ ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি-ব্যবসা
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. ইসলাম ও ধর্ম
  7. কোভিট-১৯
  8. ক্যারিয়ার
  9. খেলা
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. বিনোদন
  13. মি‌ডিয়া
  14. মু‌ক্তিযুদ্ধ
  15. যোগা‌যোগ
 
আজকের সর্বশেষ সবখবর

নির্মাণকাজ শেষ তবুও চালু হচ্ছে না শ্যামপুরের রাসায়নিকের গুদাম

সম্পাদক
মার্চ ১০, ২০২৩ ১:০২ অপরাহ্ণ
Link Copied!

গতকাল বৃহস্পতিবার সরেজমিন দেখা যায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৮ নম্বর ওয়ার্ডের আলী বহর এলাকায় অবস্থিত এ রাসায়নিক সংরক্ষণাগার। গুদামের মূল ফটকে বসে আছেন নিরাপত্তা প্রহরী। গুদামের ভেতরে জনসাধারণের প্রবেশাধিকার নেই। গুদামের মূল ফটক থেকে শুরু করে পানির ট্যাংক—সবই প্রস্তুত, রং-বার্নিশের কাজও শেষ হয়েছে অনেক আগেই।

প্রকল্পের ভবনগুলো চালু না হওয়ায় পুরো প্রকল্প এলাকায় সুনসান পরিবেশ

প্রকল্পের ভবনগুলো চালু না হওয়ায় পুরো প্রকল্প এলাকায় সুনসান পরিবেশ
প্রকল্পে এলাকায় আছে রাসায়নিক দ্রব্য সংরক্ষণের ৫৪টি গুদাম এবং দাপ্তরিক কাজের জন্য দুটি তিনতলা ও একটি একতলা ভবন। রাসায়নিক দ্রব্য সংরক্ষণের নিরাপত্তা নিশ্চিতের বিশাল পানির ট্যাংক ও গুদামের চারপাশে পানি সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়া গুদামের নিরাপত্তায় ৫টি নিরাপত্তা টাওয়ার, মালমাহী ট্রাক প্রবেশে তিনটি প্রবেশপথসহ সামীনা প্রাচীর নির্মাণ করা হয়েছে। গুদামের চারপাশে সিসিটিভি ক্যামেরাও লাগানোর কাজও শেষ। তবে ভবনগুলো চালু না হওয়ায় পুরো প্রকল্প এলাকায় সুনসান পরিবেশ।

নিরাপত্তা প্রহরী শহিদ খান এবিসি টিভি ও মুক্ত বাংলাকে বলেন, গুদামের নির্মাণকাজ শেষ হলেও হস্তান্তর করা হয়নি। তবে বর্তমানে তিনিসহ সাতজন নিরাপত্তা প্রহরী গুদামের নিরাপত্তার দায়িত্বে আছেন। এখন অন্য কোনো কাজ না থাকায় গুদামের চারপাশে লাগানো গাছপালার পরিচর্যা করছেন তাঁরা।
আলী বহর এলাকার বাসিন্দা সজল মিয়া এবিসি টিভি ও মুক্ত বাংলাকে বলেন, ‘গুদাম নির্মাণের কাজ তো শেষ। ভেতরে কাউকে ঢুকতে দেয় না। পুরান ঢাকার রাসায়নিক মালামাল এখানে রাখবে বলে শুনেছি। কিন্তু এখনো গুদাম তো চালু হচ্ছে না।’এ বিষয়ে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠান ডকইয়ার্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক ইফতেখার শেখ প্রথম আলোকে বলেন, গত বছরের ৩১ ডিসেম্বরে নির্মাণকাজ শেষে বিসিআইসিকে গুদাম বুঝে নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছিল। পরে তারা সব কিছু দেখে বুঝে নিয়েছে। কিন্তু গুদামটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর হয়নি। হস্তান্তর ও উদ্বোধন হলেই গুদামটি পুরোদমে চালু করা যাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।