ব্যাংকটিকে দেউলিয়া ঘোষণার পরপরই ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান রেজরের প্রধান নির্বাহী মিন-লিয়াং থান এক টুইটে বলেন, টুইটারের উচিত সিলিকিন ভ্যালি ব্যাংকটি কিনে নেয়া এবং সেটিকে ডিজিটাল ব্যাংকে পরিণত করা। পরে ইলন মাস্ক তার টুইটের প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, আমি এ সম্পর্কে আলোচনার জন্য প্রস্তুত।
পুঁজি সংকটের কারণে বন্ধ হয়ে গেছে যুক্তরাষ্ট্রের শীর্ষ ঋণদাতা প্রতিষ্ঠান ‘সিলিকন ভ্যালি ব্যাংক’। বর্তমানে ব্যাংকটির দায়িত্ব নেবে ইউএস ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন (এফডিআইসি)। ব্যালান্স শিট বা স্থিতিপত্র শক্তিশালী করতে গত বুধবার ২২৫ কোটি ডলার সমমূল্যের শেয়ার বিক্রি করার ঘোষণা দেয় ব্যাংকটি। এতে অনিশ্চিতার আশঙ্কায় পরদিনই আমানতকারীরা ৪ হাজার ২০০ কোটি ডলার তুলে নেন। এর ফলে ব্যাংকের শেয়ারের দাম ৬০ শতাংশ কমে যায়।
বেটার মার্কেটের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেনিস এম কেলেহার বলেন, এসভিবির অবস্থার এত দ্রুত অবনতি হয়েছিল যে এটি আর পাঁচ ঘণ্টাও টিকে থাকার অবস্থায় ছিল না। কারণ আমানতকারীরা আতঙ্কিত হয়ে ব্যাংক থেকে সমস্ত টাকা তুলে নিচ্ছিলেন। ফলে ব্যাংকটি মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে দেউলিয়া হয়ে যায়।
২০০৮ সালের অর্থনৈতিক মন্দার পর থেকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে বৃহত্তম ব্যাংকের পতন এটি। এর ফলে বিভিন্ন কোম্পানি ও বিনিয়োগকারীদের শত শত কোটি ডলার আটকে গেছে। গোটা বিশ্বের ওপর এর নেতিবাচক প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
এর আগে, ২০০৮ সালের ২৬ সেপ্টেম্বর ‘ওয়াশিংটন মিউচুয়াল ব্যাংক’ বন্ধের ঘটনাটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠানে ব্যর্থতা হিসেবে বিবেচিত হতো।