সাজেদা বেগম::
বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রথম আন্তঃদেশিয় তেল পাইপলাইন যৌথভাবে উদ্বোধন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শনিবার (১৮ মার্চ) বিকেল সারে ৫ টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন’ উদ্বোধন করেন তারা।
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দুই দেশের উন্নয়নে আমরা একসাথে কাজ করে যেতে চাই, সেটাই আমাদের মূল লক্ষ। এই পাইপলাইনের মাধ্যমে জ্বালানি সমস্যা সমাধান সহজ হবে। আমরা ভারতের কাছে ঋণি।স্বাধীনতার সময় আমরা ভারতে আশ্রয় নিয়েছিলাম। ৩০ বছর ধরে আমরা বাংলাদেশের উন্নয়নে ভারতকে পাশে পেয়েছি। আমরা চাই ভারতের বিনিয়োগকারিরাও বাংলাদেশে কাজ করুক।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।