মনিরুল ইসলাম:: রোববার (১৯ মার্চ) সকালে মাদারীপুরের শিবচরে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস হাইওয়ে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে খাদে পড়ে ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরো ৩০ জন। এদের মধ্যে গুরুতর আহত ৭জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে উদ্ধার কাজ চালাচ্ছে ফয়ার সার্ভিস ও পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, ইমাদ পরিবহনের যাত্রীবাহী বাসটি পদ্মাসেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে দুমড়েমুচড়ে যায়।
জানা যায়, খুলনা থেকে ঢাকায় আসার পথে এই ঘটনা ঘটে।
শিবচর হাইওয়ে পুলিশের ওসি আবু নাঈম মো. মোফাজ্জেল হক জানান, তাৎক্ষণিক ভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা আপাতত ১৯ জন। উদ্ধার কাজ চলছে। বিস্তারিত পরে জানা জানানো হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।