নিজস্ব প্রতিবেদক ::
বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমানের ১০৩ জন্মদিনটি জাতীয় প্রেসক্লাব পালন করে শিশু কিশোরদের নিয়ে আনন্দ উৎসবে।
সকাল থেকে জাতীয় প্রেসক্লাব চত্বরে রাখা হয় নাগরদোলা, বাইস্কোপসহ শিশু কিশোরদের জন্য নানান বিনোদন আয়োজন। বাঙ্গালী সংস্কৃতির নানান আয়োজন। যে সব আনন্দ মেলায় মেতে ওঠে সাংবাদিক পরিবারের ছোট্র সদস্যটি। প্রেসক্লাব চত্বর শিশু কিশোর মিলন মেলায় পরিনত হয়। জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত জাতীয় প্রেসক্লাবের সকল সদস্য পরিবারকে অভিনন্দন জানান এ আয়োজনকে সফল ও সার্থক করার জন্য।

Exif_JPEG_420
সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, বঙ্গবন্ধুর সম্পর্কে শিশুদেরকে সামান্য শিক্ষনীয় হলেই আমাদের এই উদে্যাগ সাথর্ক হবে। আর সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, জয় আর বাংলার মতো আগামীর প্রজন্মের শিশু কিশোর বঙ্গবন্ধুর জীবন থেকে শিক্ষা নেবে এটাই আমা দর প্রত্যাশা।