বিনোদন প্রতিবেদক ::
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। ২৮ মার্চ ১৯৭৯ সালে জন্মগ্রহণ করেই এই সুপারস্টার। অনন্ত ভালবাসা চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু হয় ১৯৯৯ সালে। আজ সোমবার (২৮ মার্চ) এই তারকার জন্মদিন। জীবনের ৪৩ বসন্ত পেরিয়ে ৪৪ পা দিলেন তিনি।
তবে সিনেমা দিয়েই আলোচনায় থাকলেও ব্যক্তিগত জীবন নিয়ে রয়েছে নানা সমালোচনা। কখনো লুকোচুরি বিয়ে নিয়ে আবার কখনো প্রেম নিয়ে। আলোচনা সমালোচনা ছাপিয়ে যেন অপ্রতিরোধ্য এই নায়ক।
শুধু দেশেই নয় দেশের গন্ডি পেরিয়ে ওপার বাংলাতেও রয়েছে তার ব্যাপক চাহিদা। পাশাপাশি যৌথ প্রযোজনা ও কলকাতার লোকাল প্রডাকশনের সিনেমা করে শাকিব বাংলাদেশের সুনাম অর্জন করেছেন পশ্চিমবঙ্গেও!
অভিনয়ের স্বীকৃতি হিসেবে ২০১২ সালে ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ২০১৪ সালে ‘খোদার পরে মা’ এবং ২০১৬ সালের ‘আরও ভালোবাসবো তোমায়’,২০১৭ সালে ‘সত্তা’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শাকিব খান। এছাড়া তিনি অসংখ্য পুরস্কারে ভূষিত হয়ে নিজেকে নিয়ে গেছেন সাফল্যের চূড়ায়।