নিজস্ব প্রতিবেদক ::
বর্তমান বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ। আজ তার ৩৩তম জন্মদিন। ১৯৯০ সালের আজকের এই দিনে তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন।
প্রতিশ্রুতিশীল এই তারকা ছাত্রাবস্থায় মডেলিং করতেন টুকটাক! সেইখান থেকে ডাক পান এয়ারটেলের ভালোবাসা দিবসের নাটক ‘ভালোবাসা ১০১’এ, রেদোয়ান রনির পরিচালনায় নাটকটি তখন বেশ জনপ্রিয় হয়েছিল, এরপর বেশ কিছু নাটকে অভিনয় করেন। এরপর হঠাৎ করেই বিরতি, ব্যারিস্টারি পড়তে চলে যান ইংল্যান্ডে, বেশ ভালোভাবেই পাশ করে চলে এলেন দেশে। আইন পেশায় নিজেকে ব্যস্ত করার আগে টিভি নাটকে কাজ শুরু করেন, বাবার কাছে সময় চেয়েছিলেন এক বছর। ২০১৬ সালে আবার ফিরে আসেন নাট্যভিনয়ে, অভিনয় করেছিলেন ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘পথ জানা নাই’, ‘মেঘ’ সহ বেশ কয়েকটি নাটকে। নিজের সমুজ্জ্বল ক্যারিয়ার গঠনে সবচেয়ে বড় ভূমিকা ছিল ২০১৭ সালে। বছরের শুরুতেই ‘বখাটে’ শর্টফিল্ম দিয়ে দারুন আলোচনায় চলে আসেন তিনি। এরপর আয়নাবাজি অরিজিনাল সিরিজের ‘কে কোথায় কিভাবে’ তে নিজের প্রতিভার পরিচয় দেন। এরপর ‘একে একে ঝড়ের পরে’, ‘জ্যাকসন বিল্লাল’, ‘চিরকুঠের শব্দ’, ‘ছেলেটি অবন্তীকে ভালোবেসেছিল’, ‘এক্স ফ্যাক্টর রিলোডেড’, ‘মেঘ এনেছি ভেজা’, ‘তোমার আমার প্রেম’ সহ বেশ কয়েকটি নাটক দিয়ে। এরপর তিনি হয়ে যান বছরের অন্যতম সেরা টিভি অভিনেতা, যার দরুন পেয়েছেন দর্শক জরিপে মেরিল প্রথম আলো পুরস্কারের মনোনয়ন, তার আগের বছরে পেয়েছিলেন সমালোচক মনোনয়ন। টিভি নাটকে যখন নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে যাচ্ছেন, তখনই ডাক পেলেন চলচ্চিত্রের। জাজ মাল্টিমিডিয়ার ‘পোড়ামন ২’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে। এরপর ‘দহন’ ‘ফাগুন হাওয়া সহ বেশকিছু জনপ্রিয় মুভি দিয়ে নিজের প্রতিভার যাচাই করেছেন তিনি। নাটক ও চলচ্চিত্র, দুই অঙ্গনেই সিয়ামের দারুণ চমক দেখেছে দর্শক। তাইতো নিজেকে পরিপূর্ণ করতে ছুঁটে চলছেন অভিনেতা।
এই তারকা অভিনেতার জন্মদিনে রইলো শুভকামনা। ‘শুভ জন্মদিন’ সিয়াম আহমেদ।