আন্তজার্তিক প্রতিবেদক ::
আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে রাশিয়া। সদস্য দেশগুলোকে এই প্রক্রিয়া বন্ধ করার আহ্বান জানিয়ে আসছিল ইউক্রেন। যদিও তাতে কোনো লাভ হয়নি। শেষবার রাশিয়া সভাপতি ছিল ২০২২ সালের ফেব্রুয়ারিতে। ওই মাসে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করে মস্কো। খবর বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদ এমন একটি দেশের নেতৃত্বে পরিচালিত হবে, যার প্রেসিডেন্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা রয়েছে। যদিও আন্তর্জাতিক অপরাধ আদালত জাতিসংঘের কোনো অঙ্গ সংস্থা নয়।
দায়িত্ব নেয়ার পর জাতিসংঘে মস্কোর রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, অস্ত্র নিয়ন্ত্রণসহ বেশ কয়েকটি বিতর্কিত বিষয় তদারকি করার পরিকল্পনা করছি আমি। একটি নতুন বিশ্ব ব্যবস্থা নিয়ে আলোচনা করব।
অন্যদিকে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা নিরাপত্তা পরিষদে চলতি মাসে রাশিয়ার সভাপতির পদকে ‘এপ্রিল ফুলের দিনে সবচেয়ে নির্মম পরিহাস’ বলে মন্তব্য করেছেন।
অন্যদিকে যুক্তরাষ্ট্র বলেছে, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়াকে পরিষদের সভাপতির পদে বসতে ওয়াশিংটন বাধা দিতে পারে না।
প্রসঙ্গত, নিয়ম অনুযায়ী কাউন্সিলের ১৫ সদস্যের প্রত্যেকে এক মাসের জন্য সভাপতির দায়িত্ব গ্রহণ করে। এটি আসলে একটি চলমান