৩৪ অভিযোগের বিপরীতে নির্দোষ দাবি ট্রাম্পের – দৈনিক মুক্ত বাংলা
ঢাকাবুধবার , ৫ এপ্রিল ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি-ব্যবসা
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. ইসলাম ও ধর্ম
  7. কোভিট-১৯
  8. ক্যারিয়ার
  9. খেলা
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. বিনোদন
  13. মি‌ডিয়া
  14. মু‌ক্তিযুদ্ধ
  15. যোগা‌যোগ

৩৪ অভিযোগের বিপরীতে নির্দোষ দাবি ট্রাম্পের

সম্পাদক
এপ্রিল ৫, ২০২৩ ১১:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

বনানী হাসান ::

বিচারক ৩৪ ধরনের অভিযোগ পড়ে শোনালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি দোষী নই’। একপর্যায়ে বিচারক জুয়ান মার্চান বলেন, আদালতের সকল প্রক্রিয়ায় উপস্থিত থাকার অধিকার আছে, তিনি সেটা বুঝতে পারছেন কিনা? ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘হ্যাঁ’।

এরপর বিচারক বলেন, অন্য যেকোনো অভিযুক্তের মতো ট্রাম্প যদি আদালতে বিঘ্ন সৃষ্টিকারী আচরণ করেন, তাহলে তিনি বিচার প্রক্রিয়ায় উপস্থিত থাকার অধিকার হারাতে পারেন।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, গতকাল মঙ্গলবার (৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে ম্যানহাটনে আদালত কক্ষে অভিযুক্ত হিসেবে প্রবেশ করেন ট্রাম্প।

এ সময় তার চারপাশে ঘিরে ছিল সিক্রেট সার্ভিসের সদস্যরা। আর সাবেক প্রেসিডেন্টের পরনে ছিল চিরপরিচিত নীল স্যুট ও লাল টাই।

এর আগে তিনি ম্যানহাটনের আদালতে হাজির হলে রীতিমাফিক আঙুলের ছাপ ও ছবি নেয়া হয়। এর মাধ্যমে তাকে আনুষ্ঠানিক গ্রেফতার দেখানো হয়।

ট্রাম্প হচ্ছেন প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট যার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ফৌজদারি অভিযোগ আনা হলো।

সামনের বছর জানুয়ারি নাগাদ ডোনাল্ড ট্রাম্পের বিচার কার্যক্রম শুরু হতে পারে। অর্থাৎ, প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পকে আদালতেও হাজিরা দিতে হবে।

ট্রাম্পের বিরুদ্ধে আনা ৩৪টি অপরাধমূলক অভিযোগের মধ্যে রয়েছে, ২০১৬ সালের নির্বাচনের সময় ক্ষতি হতে পারে, এমন তথ্য লুকাতে তিনি নকল কাগজপত্র তৈরি করেছেন।

তিনি ২০১৬ সালের নির্বাচনের আগে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের মুখ বন্ধ করার জন্য ঘুষ দিয়েছিলেন। ওই তারকা জানিয়েছিলেন ট্রাম্পের সঙ্গে তার যৌন সম্পর্ক ছিল। ডোনাল্ড ট্রাম্প অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছেন।

আদালতে প্রসিকিউটররা উল্লেখ করেন, ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে হুমকিমূলক পোস্ট করেছিলেন। ট্রাম্পের আইনজীবীরা বলেন, তাদের মক্কেল এই মামলায় হতাশ এবং বিরক্ত ছিলেন। যা তিনি অবিচার বলে মনে করেন।

বিচারক মার্চান বলেন, এ ধরনের উত্তেজিত বক্তৃতা না দেয়ার ব্যাপারে তার সতর্ক করে দেয়ার বিষয়টি কোন আদেশ নয়, বরং অনুরোধ ছিল। কিন্তু ভবিষ্যতে এরকম ঘটলে তিনি বিষয়টিকে ‘ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ’ করতে বাধ্য হবেন।

প্রায় এক ঘণ্টা শুনানি শেষে ফ্লোরিডায় মার-এ লাগোর বাড়িতে ফিরে যান সাবেক প্রেসিডেন্ট। তখন অভিযোগ করেন, এসব মামলার মানে হচ্ছে পুরো জাতিকে অপমান করা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।