শুরু হ‌লো জয় আর বাংলার স্কুল – দৈনিক মুক্ত বাংলা
ঢাকারবিবার , ২৪ জুলাই ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি-ব্যবসা
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. ইসলাম ও ধর্ম
  7. কোভিট-১৯
  8. ক্যারিয়ার
  9. খেলা
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. বিনোদন
  13. মি‌ডিয়া
  14. মু‌ক্তিযুদ্ধ
  15. যোগা‌যোগ

শুরু হ‌লো জয় আর বাংলার স্কুল

সম্পাদক
জুলাই ২৪, ২০২২ ১০:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

‌নিজস্ব প্রতি‌বেদক :: ইং‌লিশ মি‌ডিয়াম স্কু‌লের নতুন শিক্ষাব‌র্ষের ক্লাস শুরু হ‌চ্ছে আজ থে‌কে । ‌সে কার‌ণে জয় আর বাংলার ক্লাস শুরু হ‌লো নতুন স্কু‌লে। কারণ অনলাইন ক্লাস করা তা‌দের আ‌গের স্কুল প্রাইম ব‌্যাংক ইং‌লিশ মি‌ডিয়াম স্কুল তা‌দের মিরপু‌রের ক‌্যাম্পাস ক্লোজ ক‌রে নি‌য়ে‌ছে। ফ‌লে নতুন স্কু‌লে ভ‌র্তি হ‌তে হ‌য়ে‌ছে তা‌দের। স্কু‌লের নাম হিড ইন্টারন‌্যাশনাল স্কুল। নতুন রং আর ডিজাই‌নের নতুন ইউ‌নিফর্ম ও প‌ড়ে‌ছেন তারা । সব মি‌লে জয় আর বাংলা বেশ এনজয় কর‌ছে। আর এ‌কেবা‌রে সব কিছুই নতুন হওয়ায় এনজয় মাত্রা বে‌ড়ে‌ছে তা‌দের। ঐশ্বর্য‌্য হো‌সেন জয়, এই প্রতি‌বেদক‌কে ব‌লেন, ক্লাস মা‌নেই এনজয় বন্ধু‌দের সা‌থে মজা করা খেল‌তে পারা। এ এক অন‌্য রকম অনুভু‌তি।

আর ঐ‌তিহ‌্য হো‌সেন বাংলা ব‌লেন, স্কুল মা‌নে একটা গ‌ন্ডিবদ্ধ ব‌্যাপার তারপরও মজার হ‌লো বন্ধু‌দের সা‌থে দেখা হয়।  এক সা‌থে মজা করা যায়। খেলা যায় ।

ইংলিশ মি‌ডিয়াম স্কুল গু‌লো আস‌লে বি‌ধিবদ্ধ নিয়ম ছাড়াও বই এর বোঝা চা‌পি‌য়ে দি‌য়ে‌ছে কোমল ম‌তি শিক্ষার্থী‌দের।ক্লাস ফোর বা স্ট্‌্যান্ডার্ড ফো‌রের বই সংখ‌্যা ১৫ টি । খাতার সংখ‌্যাও  ১৬ ডা‌য়েরী এক‌টি। পেন‌সিল বক্স টি‌ফিন বক্স আর ওয়াটার পট মি‌লে এক বস্তা জি‌নিসপত্র ওজন কে‌জি বি‌শেক তো ব‌টেই টান‌তে হয় বাচ্চা‌দের। কোমল ম‌তি বাচ্চা‌দের বই এর বে‌ঝিা কমা‌নোর উ‌দ্যোগ সেয়া প্রয়োজন।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।