নিজস্ব প্রতিবেদক :: ইংলিশ মিডিয়াম স্কুলের নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হচ্ছে আজ থেকে । সে কারণে জয় আর বাংলার ক্লাস শুরু হলো নতুন স্কুলে। কারণ অনলাইন ক্লাস করা তাদের আগের স্কুল প্রাইম ব্যাংক ইংলিশ মিডিয়াম স্কুল তাদের মিরপুরের ক্যাম্পাস ক্লোজ করে নিয়েছে। ফলে নতুন স্কুলে ভর্তি হতে হয়েছে তাদের। স্কুলের নাম হিড ইন্টারন্যাশনাল স্কুল। নতুন রং আর ডিজাইনের নতুন ইউনিফর্ম ও পড়েছেন তারা । সব মিলে জয় আর বাংলা বেশ এনজয় করছে। আর একেবারে সব কিছুই নতুন হওয়ায় এনজয় মাত্রা বেড়েছে তাদের। ঐশ্বর্য্য হোসেন জয়, এই প্রতিবেদককে বলেন, ক্লাস মানেই এনজয় বন্ধুদের সাথে মজা করা খেলতে পারা। এ এক অন্য রকম অনুভুতি।
আর ঐতিহ্য হোসেন বাংলা বলেন, স্কুল মানে একটা গন্ডিবদ্ধ ব্যাপার তারপরও মজার হলো বন্ধুদের সাথে দেখা হয়। এক সাথে মজা করা যায়। খেলা যায় ।
ইংলিশ মিডিয়াম স্কুল গুলো আসলে বিধিবদ্ধ নিয়ম ছাড়াও বই এর বোঝা চাপিয়ে দিয়েছে কোমল মতি শিক্ষার্থীদের।ক্লাস ফোর বা স্ট্্যান্ডার্ড ফোরের বই সংখ্যা ১৫ টি । খাতার সংখ্যাও ১৬ ডায়েরী একটি। পেনসিল বক্স টিফিন বক্স আর ওয়াটার পট মিলে এক বস্তা জিনিসপত্র ওজন কেজি বিশেক তো বটেই টানতে হয় বাচ্চাদের। কোমল মতি বাচ্চাদের বই এর বেঝিা কমানোর উদ্যোগ সেয়া প্রয়োজন।