নিজস্ব প্রতিবেদক :: তিন কোটি টাকার জাল নোট ছড়ানোর লক্ষ্য ছিল তাদের, বললেন ডিবি প্রধান হারুন।
ঈদ সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে জাল টাকার চক্র। এরই মধ্যে রাজধানীর আশপাশে ছড়িয়ে দিচ্ছে জাল নোট। এতে ঠকছে সাধারণ মানুষ। এমন একটি চক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দাবি, তিন কোটি টাকার জাল নোট ছড়ানোর পরিকল্পনা ছিল চক্রটির।
রাজধানীর ধলপুরের জরাজীর্ণ বাড়িটি দেখে বোঝার উপায় নেই, এখানে কোটি কোটি টাকার জাল নোট তৈরি হয়। এখান থেকেই ছড়িয়ে পড়ে সারাদেশে।
ডিএমপির ডিবি প্রধান হারুন অর রশিদ বলেন, ঈদ সামনে রেখে প্রায় তিন কোটি টাকার জাল নোট ছড়ানোর পরিকল্পনা ছিল চক্রটির। চক্রের মূল হোতা কাউসারসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগেও গ্রেপ্তার হয়েছিলো এই চক্রের কয়েকজন। ঈদের সময়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের লেনদেনে আরও সতর্ক হওয়া উচিত।