নিজস্ব প্রতিবেদক ::
তিনি বলেন, আপনারা (সরকার) ব্যর্থ হয়েছেন। কোনো কিছু মনিটর করেন না। প্রতিদিন সবখানে আগুন লাগছে। এই আগুন লাগার পেছনে আপনারা আছেন। এই যে, মানুষের দাবি উঠেছে সারের দাম কমাও, চালের দাম কমাতে হবে, আমাদের বাঁচতে দিতে হবে, আমাদের একটা ভালো নির্বাচন করতে দিতে হবে, আমাদের ভোটের অধিকার দিতে হবে— এই দাবিগুলো পাশ কাটানোর জন্য, মানুষের দৃষ্টিকে ভিন্ন দিকে দেয়ার জন্য আপনারা (সরকার) এই আগুন লাগিয়ে বেড়াচ্ছেন।
মির্জা ফখরুল বলেন, অবিলম্বে এই সারের দাম কমাতে হবে, আবার আগের জায়গায় আনতে হবে। এই সরকার একটা গণবিরোধী সরকার, এই সরকার সাধারণ মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই সরকার আজকে আমার সমস্ত অর্জনগুলোকে ধ্বংস করে দিচ্ছে। আমরা যারা সাধারণ মানুষ খেটে খাই, পরিশ্রম করে খাই তাদের জীবন দুর্বিষহ করে ফেলেছে। প্রতিবাদ করলে গুলি, প্রতিবাদ করলে গ্রেফতার, প্রতিবাদ করলে মামলা, তা আবার গায়েবি মামলা। আজ সব খানে সাধারণ মানুষের ওপরে নির্মম অত্যাচার-নির্যাতন করছে তারা।
নিউ সুপার মার্কেটের অগ্নিকাণ্ডের দায় ক্ষমতাসীনদের উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আপনারা খুঁজে বেড়াচ্ছেন বিএনপি। কিছু হলে বিএনপি। উদোর পিণ্ডি বুঁদোর ঘাড়ে।আপনাদের ব্যবসায়ীরা নিজেরাই বলে দিল প্রথমে যে, সকাল বেলা সাড়ে ৫টার সময়ে সিটি করপোরেশনের পোশাক পরে কয়েকজন লোক এসেছে। মার্কেটের সামনের যে ফুটওভার ব্রিজ ছিল সেই ব্রিজে ভেঙ্গে দেয়ার জন্য তারা গ্রিল নিয়ে সেখানে সেই ব্লক কেটে দিয়ে সিঁড়িগুলো ভেঙ্গে দিচ্ছিল। তারা যখন লাগাতে গেছে ওই গ্রিলের তার পয়েন্টে সেই পয়েন্টে শট সার্কিট হয়েছে। ব্যবসায়ীরা নিজেরা দেখেছেন। তারা আগুন নেভানোরও চেষ্টা করেছেন। আগুন নেভাতে যখন পারেনি তখন সিটি করপোরেশনের ওই লোকগুলো পালিয়ে গেল। এটা আমার কথা নয়, এসব সেখানকার ব্যবসায়ীদের কথা। সিটি করপোরেশের দায়িত্বে আছেন এখন কে? সিটি করেপারেশনের দায়িত্বে আছেন আপনারা, আওয়ামী লীগ। তাই দায় সম্পূর্ণ ভাবেc আওয়ামী লীগের এবং এই সরকারের।
এই অবস্থা থেকে উত্তরণে সরকার পরিবর্তনের চলমান আন্দোলন আরো জোরদার করা হবে ঘোষণা দিয়ে মির্জা ফখরুল বলেন, জনগণকে ক্ষমতা ফিরিয়ে দেয়ার জন্য আমরা এই আন্দোলন শুরু করেছি। ইনশাল্লাহ আমরা এই আন্দোলনের জয়ী হবে।
সারের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, কৃষকদের শুধু চরম অবহেলা নয়, তাদের চরম কষ্টের মধ্যে ফেলে দিয়েছে সরকার। তারা মাথায় হাত দিয়েছে। হঠাৎ করেই কেজি প্রতি সারের দাম ৫ টাকা বাড়িয়ে দিয়েছে। তাদের (কৃষকদের) বলা হয়েছে যে, ওই আইএমএফ তাদের শর্ত দিয়েছে, ভর্তুকি দেয়া যাবে না। সারা পৃথিবীতে কৃষিতে ভর্তুকি দেয়া হয়।
বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা তুলে সরকারের ব্যর্থতার কঠোর সমালোচনা করেন বিএনপি মহাসচিব। অবিলম্বে সারের মূল্য হ্রাস এবং ধানের দাম বৃদ্ধির দাবি জানান মির্জা ফখরুল।