ঈদযাত্রায় বঙ্গবন্ধু সেতুতে বেড়েছে টোল আদায়। গত ২৪ ঘণ্টায় ছোট-বড় সবমিলে ৩৬ হাজার ৬৯টি পরিবহন পার হয়েছে বঙ্গবন্ধু সেতু। ফলে এ সময়ে টোল আদায় হয়েছে দুই কোটি ৭১ লাখ ৯৫ হাজার ৪০০ টাকা।
বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন।
সেতু কর্তৃপক্ষ জানায়, গেল কয়েক দিনের চেয়ে গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় বেড়েছে। এ সময়ে ঢাকা থেকে ছেড়ে আসা ২০ হাজার ৮২০টি উত্তরবঙ্গগামী যানবাহন সেতু পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৪০ লাখ ১০ হাজার ১০০ টাকা। এ ছাড়া ১৫ হাজার ২৪৯টি উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী পরিবহন সেতু পার হয়েছে। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৩১ লাখ ৮৫ হাজার ৩০০ টাকা। ফলে সেতুতে মোট টোল আদায় হয়েছে দুই কোটি ৭১ লাখ ৯৫ হাজার ৪০০ টাকা।
বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, গত কয়েক দিনের চেয়ে গেল ২৪ ঘণ্টায় সেতুতে টোল আদায় বেশি হয়েছে।