নিজস্ব প্রতিবেদক ::
সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল শুক্রবার (২১ এপ্রিল) সৌদি আরবে ঈদুল ফিতর পালিত হবে। আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) এই ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
আজ স্থানীয় সময় সন্ধ্যার পর দেশটির চাঁদ দেখা কমিটি ঘোষণা দিয়েছে, বৃহস্পতিবারই ছিল রমজানের শেষ দিন। পবিত্র ঈদুল ফিতর পালন হবে শুক্রবার।
এদিকে আগামী শনিবার ঈদুল ফিতর উদযাপনের সরকারি ঘোষণা দিয়েছে সাতটি দেশ। দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ব্রুনেই, থাইল্যান্ড ও জাপান। খবর গালফ টাইমস।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।