বিনোদন প্রতিবেদক ::
পুরো নাম শামীমা আক্তার রোজী।
জন্ম:২৩ এপ্রিল ১৯৪৯
মৃত্যঃ ০৯ মার্চ ২০০৭
সিনেমার সোনালী দিনগুলোতে ফিরে গেলে মনের পর্দায় উঁকি মারে যে ক’জন গুণী অভিনয় শিল্পীর মুখ। তাদের মধ্যে অন্যতম দাপুটে অভিনেত্রী রোজী আফসারী। উনার সম্পর্কে আমাদের মত মানুষের কিছু বলার কোন প্রয়োজন পড়েনা।
১৯৬৪ সালে “এইতো জীবন” ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে এই শিল্পীর। আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। বাঙালী নারী চরিত্রের প্রতিমূর্তি হয়ে ওঠেন তিনি এ দেশের চলচ্চিত্র দর্শকদের কাছে। করেছেন চলচ্চিত্র প্রযোজনা। পাশাপাশি চলচ্চিত্র পরিচালক হিসেবেও তিনি সুনাম অর্জন করেছেন।
১৯৭৫ সালে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন রোজী পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনয়ের জন্য। ৭২, ৭৩, ৭৪, ৭৫ সালের শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জহির রায়হান চলচ্চিত্র পুরস্কার পান। শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জিয়া স্বর্ণপদক, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি পুরস্কার, বাচসাস পুরস্কার, পূর্বাণী চলচ্চিত্র পুরস্কার, এফডিসির রজত জয়ন্তী পুরস্কার, কালচারাল রিপোর্টাস অ্যাওয়ার্ড, স্বদেশ সাংস্কৃতিক স্বর্নপদক, অনিবার্ন সংসদ স্বাধীনতা পদক, মহিলা চিত্রপরিচালক হিসেবে সিডাব পুরস্কার, পাকিস্তানের সর্বোচ্চ পুরস্কার ‘নিগার’সহ দেশি-বিদেশি প্রায় ৫০টি পুরস্কারে ভূষিত হন তিনি। রোজী আফসারী ১৯৪৯ সালের ২৩ এপ্রিল জন্মগ্রহণ করেন। শ্রদ্ধা এবং ভালোবাসা এই শিল্পীর প্রতি।