ভাগ‌‌্যর সুফল হ‌লো চেষ্টা – দৈনিক মুক্ত বাংলা
ঢাকামঙ্গলবার , ২ মে ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি-ব্যবসা
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. ইসলাম ও ধর্ম
  7. কোভিট-১৯
  8. ক্যারিয়ার
  9. খেলা
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. বিনোদন
  13. মি‌ডিয়া
  14. মু‌ক্তিযুদ্ধ
  15. যোগা‌যোগ
 
আজকের সর্বশেষ সবখবর

ভাগ‌‌্যর সুফল হ‌লো চেষ্টা

সম্পাদক
মে ২, ২০২৩ ২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

বৈবাহিক বা সাংসারিক জীবনে অসুখী মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।সমীক্ষায় দেখা গেছে প্রতি 100 জন মানুষের মধ্যে 70 জনি এই অসুখে আক্রান্ত। বর্তমান সময়ের পরিবর্তিত জীবনযাত্রা পদ্ধতি,অপরিসীম চাহিদা,মানসিক স্থিতিশীলতার অভাব আর পারস্পরিক সমন্বয়ের অভাব এর জন্য দায়ী।

জ্যোতিষ মতে জন্ম ছকে লগ্ন, দ্বিতীয়, চতুর্থ,পঞ্চম, সপ্তম ও অষ্টম ভাব বিশেষভাবে দায়ী।
লগ্ন থেকে আত্মা বা নিজ সত্তা।
দ্বিতীয় থেকে শ্বশুরবাড়ি,
চতুর্থ থেকে নিজ ঘরে সুখ ও মন।
পঞ্চম থেকে প্রেম-প্রীতি
সপ্তম থেকে বৈবাহিক সম্পর্ক।
অষ্টম থেকে বিপর্যয় বিচার্য। এক্ষেত্রে সুষ্ঠুভাবে ভাবের বাধাও খুবই গুরুত্বপূর্ণ।
গ্রহ হিসেবে মঙ্গল,রাহু ও শনির অশুভ সমস্যার প্রধান নিয়ন্ত্রক। যদি বৃহস্পতি, চন্দ্র ও রবি শুভ হয় তাহলে অনেকটাই ভালো থাকা সম্ভব।
বৃহস্পতি থেকে বোধ,জ্ঞান ও সুবিচার বা সঠিক সিদ্ধান্ত বিচার্য।
রবি থেকে শ্রদ্ধা,সম্মান, শৃঙ্খলা ও নিরপেক্ষতা বিচার্য। চন্দ্র থেকে মনের গুণ বিচার করা হয়।
রাহু+ মঙ্গল, মঙ্গল +শুক্র, শনি +রবি, বুধ+ শনি +রাহু এই সহবস্থান খুবই ক্ষতিকারক।
মঙ্গলের অবস্থানভেদে মাঙ্গলিক বা ভৌমদোষ ও গুরুত্বপূর্ণ ।
নবাংশ, নবতারা, ষড়বল, ও অষ্টবর্গ বিচার ও ভাব বিচার একান্ত জরুরী।

যদি কেউ এই ধরনের সমস্যায় পড়ে থাকেন তবে সংসার জীবনে সুখী হতে চাইলে অবশ্যই কোনো জ্ঞানী,অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন ও তার গাইডলাইন মেনে চলুন। সহজে বা অল্প সময়ে এই সমস্যার সমাধান থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়।

ধন্যবাদ🌹🌹
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।।
আল্লাহ হাফেজ 🙏🙏

***জ্যোতিষ রত্ন মাকসুদা আক্তার রুমী***

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।