গাজীপুর চাঁদা না দেওয়ার শিক্ষক লাঞ্ছিত – দৈনিক মুক্ত বাংলা
ঢাকাবুধবার , ২৭ জুলাই ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি-ব্যবসা
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. ইসলাম ও ধর্ম
  7. কোভিট-১৯
  8. ক্যারিয়ার
  9. খেলা
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. বিনোদন
  13. মি‌ডিয়া
  14. মু‌ক্তিযুদ্ধ
  15. যোগা‌যোগ

গাজীপুর চাঁদা না দেওয়ার শিক্ষক লাঞ্ছিত

বার্তা কক্ষ
জুলাই ২৭, ২০২২ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরে চাঁদা না দেওয়াই শিক্ষককে লাঞ্ছিত

রাজন ইসলাম রাজু ।

গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানাধীন ৪৮ নং ওয়ার্ড দত্তপাড়া , শফিউদ্দিন সরকার একাডেমীর স্কুল শাখার শিক্ষক মনজুর হোসেনের নিকট চাঁদা দাবি, না দেওয়ায় তাঁকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর শফি উদ্দিন সফির বড় ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় টঙ্গী পূর্ব লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী স্কুল শিক্ষক মুনজুর হোসেন সরকার। গত রবিবার রাত দশটার দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকার মহিউদ্দিন মহি (৫৫), একই এলাকার পারভেজ (৪০), রাসেল (৩০), ইয়াছিন (২৫)। অভিযুক্ত মহিউদ্দিন মহি স্থানীয় ৪৮নং ওয়ার্ড কাউন্সিলর সফিউদ্দিন সফির বড় ভাই।
অভিযোগ ও ভুক্তভোগী সুত্রে জানা যায়, দীর্ঘদিনের জমানো টাকা দিয়ে টঙ্গীর দত্তপাড়া এলাকায় জমি কিনে বাড়ির কাজ করছিলেন ভুক্তভোগী শিক্ষক মুনজুর হোসেন। বাড়ী নির্মানকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ চাঁদা দাবী করে আসছিল স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের
বড় ভাই মহিউদ্দিন মহি ও তার লোকজন। বাড়ির কোন সরঞ্জামাদি আনলেই দিতে হতো চাঁদার টাকা। রবিবার রাতে চাঁদা দিতে অপারগতা প্রকাশ
করলে অভিযুক্ত মহিউদ্দিন মহি ও তার দলবল নিয়ে শিক্ষকের উপর হামলা চালায়। এসময় তারা শিক্ষক মুনজুরকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। পরে তার ডাক চিৎকারে আশপাশের লোক এগিয়ে এলে অভিযুক্তরা তাকে প্রাণনাশের
হুমকী দিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর সফি উদ্দিন সফির মুঠোফোনে যোগাযোগ করা হলে, একজন মহিলা ফোন রিসিভ করে বলেন এটা রং নাম্বার। এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ জাবেদ মাসুদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।