নবীন কুমার বনিক ::
রুশ প্রেসিডেন্টে ভ্লাদিমির পুতিনকে হত্যাচেষ্টা বা ক্রেমলিনে ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করেছেন ভলোদিমির জেলেনস্কি। ফিনল্যান্ড সফর থেকে এ বিষয়ে দ্রুত মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। খবর বিবিসি।
গতকাল বুধবার (৩ মে) তিনি বলেন, আমরা পুতিন বা মস্কোর ওপর আক্রমণ করি না। আমরা নিজেদের ভূখণ্ডে যুদ্ধ করি। আমাদের গ্রাম ও শহর রক্ষা করছি।
এর আগে রুশ প্রেসিডেন্টের কার্যালয় জানায়, প্রতিরক্ষা বাহিনী দুটি ড্রোন ভূপাতিত করেছে। এ ঘটনায় প্রতিশোধের হুমকিও দেয়া হয়েছে।
অনলাইনে প্রকাশিত গতকালের ফুটেজে দেখা যাচ্ছে, মস্কোর সবচেয়ে বড় সরকারি অফিস থেকে ধোঁয়া বেরোচ্ছে। আরেক ভিডিওতে সিনেট ভবনের ওপরে একটি ছোট বিস্ফোরণ দেখা যায়।
রুশ কর্মকর্তারা বলছেন, ক্রেমলিনে পুতিনের বাসভবনের ওপর হামলার চেষ্টা পরিকল্পিত। তারা প্রেসিডেন্টকে হত্যা করতে চেয়েছিল।
কিন্তু ইউক্রেন বলছে, রাশিয়ার এ অভিযোগ তাদের ভূখণ্ডে ব্যাপক আক্রমণের একটি অজুহাত। যুক্তরাষ্ট্র বলছে, তারা রাশিয়ার দাবিকে সতর্কতার সঙ্গে দেখছে।
ইউক্রেনের প্রেসিডেন্টের একজন উপদেষ্টা বলেন, ঘটনাটি ইঙ্গিত দেয় যে ইউক্রেনে বড় আকারের আক্রমণের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া।
মাইখাইলো পোডোলিয়াক বলেন, মস্কোয় হামলা ইউক্রেনের জন্য কোনোভাবে অর্থবহ নয়। কিন্তু রাশিয়াকে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার ন্যায্যতা দিতে সাহায্য করবে।
পুতিনকে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত নেতাদের একজন মনে করা হয়। এখন হামলার অভিযোগ সত্য হলে তা নিয়ে প্রশ্ন উঠবে।
এদিকে গতকালও ইউক্রেনের দক্ষিণ খেরসন অঞ্চলে রুশ হামলায় ২১ জন নিহত হয়েছে।