ব্যাংক খাতে আমানত বেড়েছে ৭ – দৈনিক মুক্ত বাংলা
ঢাকাশুক্রবার , ৫ মে ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি-ব্যবসা
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. ইসলাম ও ধর্ম
  7. কোভিট-১৯
  8. ক্যারিয়ার
  9. খেলা
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. বিনোদন
  13. মি‌ডিয়া
  14. মু‌ক্তিযুদ্ধ
  15. যোগা‌যোগ
 
আজকের সর্বশেষ সবখবর

ব্যাংক খাতে আমানত বেড়েছে ৭

সম্পাদক
মে ৫, ২০২৩ ১০:৪৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতি‌বেদক ::

ব্যাংক খাতে গত মার্চ মাস পর্যন্ত এক বছরে আমানত বেড়েছে ১ লাখ ৬ হাজার ৬১৫ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ২০২৩ সালের মার্চ মাসে এ খাতে মোট আমানত দাঁড়িয়েছে ১৫ লাখ ২৩ হাজার টাকা। যা ২০২২ সালের মার্চে ছিল ১৪ লাখ ১৬ হাজার টাকা। অর্থাৎ আমানত বেড়েছে ৭ দশমিক ৫৫ শতাংশ।

এক বছরে আমানতের প্রবৃদ্ধি হলেও যা অত্যন্ত কম বলে মনে করছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর। তিনি দৈনিক বাংলাকে বলেন, ‘সামান্য উন্নতি হয়েছে। আমানত বাড়লেও তা আরও বাড়ানো দরকার। নইলে ঋণ বিতরণ করাও সম্ভব হবে না। আমানত ধীর গতিতে বাড়তে থাকলে ব্যাংকগুলোকে ঋণ দেয়া কমিয়ে দিতে হবে। কারণ আমানত থেকেই ব্যাংকগুলো ঋণ বিতরণ করে।’ তিনি বলেন, আমানতের প্রবৃদ্ধি হতে হবে ১৪-১৫ শতাংশ পর্যন্ত। তাহলে একটি শক্তিশালী প্রবৃদ্ধি হয়েছে বলে বলা যায়। আমানত বাড়ানো ছাড়া কোনো উপায় নেই।’

কয়েক মাস ধরে ব্যাংক খাতে আমানত কমে যাওয়ার কারণ জানতে চাইলে আহসান এইচ মনসুর বলেন, কয়েক কারণে আমানতের পরিমাণ কমে গেছে। কেন্দ্রীয় ব্যাংক প্রতিদিন বাণিজ্যিক ব্যাংকগুলোতে ১০৪ টাকা ৫০ পয়সা দরে ডলার বিক্রি করছে। ফলে বাজার থেকে টাকা কেন্দ্রীয় ব্যাংকে চলে গেছে। তাই টাকার এক রকমের ঘাটতি তৈরি হয়েছে। অন্যদিকে ডলার বিদেশে চলে যাচ্ছে। তাতে আমাদের তারল্য সংকট তৈরি হয়েছে। এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকে ডলার কেনা শুরু করতে হবে। তাহলে তারল্য বাড়বে। ডলার সরবরাহ বাড়াতে হবে।’ তিনি আরও বলেন, ‘ইসলামী ব্যাংক আমেরিকায় হলে এটি এত দিন বন্ধ হয়ে যেত। কিন্তু আমাদের দেশে এই ব্যাংকে তারল্য সহায়তা দিয়ে বাঁচিয়ে রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। সরকার ইতিমধ্যে ২৪ হাজার কোটি টাকার সহায়তা দিয়েছে ব্যাংকটিকে।’ তিনি আরও বলেন, ‘মূলস্ফীতি বেড়ে গেলে পকেটে টাকা রাখতে হয় বেশি। ফলে সঞ্চয় থেকে টাকা নিতে হয়। এজন্য অনেকে আমানতের টাকা উঠিয়ে ফেলছেন।’

ব্যাংক খাতে মার্চ মাসে আমানতবেড়েছে ১৮ হাজার কোটি টাকা। ফেব্রুয়ারি মাসে আমানত বেড়েছিল ১৭ হাজার কোটি টাকা। মার্চ মাসে ব্যাংক খাতে আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ লাখ ২৩ হাজার কোটি টাকা। ফেব্রুয়ারিতে ছিল ১৫ লাখ ৫ হাজার কোটি টাকা।

ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমরানুল হক দৈনিক  মুক্ত বাংলা‌কে বলেন, ‘আমানত নিয়ে গ্রাহকের মধ্যে এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি হয়েছিল। বর্তমানে আমানত বাড়ায় বোঝা যায় এ খাতে গ্রাহকের আস্থা বেড়েছে। ফলে ব্যাংকে অনেকেই টাকা রাখছেন। এতে তারল্য বাড়ছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।