যেমন পাঁচ বছর আগে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ক্ষুধিত পাষাণ’ গল্প অবলম্বনে পরিচালক অঞ্জন আইচ নির্মাণ করেছিলেন নাটক। অভিনয় করেছিলেন সাদিয়া ইসলাম মৌ, জয়ন্ত চট্টোপাধ্যায়, অঞ্জন আইচ, আহসান কবীর। পাঁচ বছর আগে নির্মাণ করা নাটকটি আজ আবারও প্রচারিত হবে একুশে টিভিতে।
একই অবস্থা আজ এনটিভিতে বেলা একটায় প্রচারের অপেক্ষায় থাকা ‘হঠাৎ দেখা’ নাটকের। বছর কয়েক আগে নাটকটি নির্মাণ ও প্রচার হয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হঠাৎ দ্যাখা’ কবিতা থেকে নাটকটির চিত্রনাট্য করেছেন মাসুম শাহরীয়ার। আবু হায়াত মাহমুদের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন- আফরান নিশো, নূসরাত ইমরোজ তিশা, খায়রুল আলম টিপু, আশরাফুল আশীষ প্রমুখ।
নতুন নাটক নির্মাণ না হওয়ার পেছনে কারণ কি? জানতে চাইলে এনটিভির অনুষ্ঠান প্রধান আলফ্রেড খোকন বলেন, ‘আমরা মূলত সপ্তাহের শুক্রবার নতুন নাটক প্রচার করি। কিন্তু এবার রবীন্দ্রজয়ন্তী হচ্ছে সোমবার। একটা নতুন নাটক নির্মাণ করতে গেলে খরচের বিষয় থাকে। শুক্রবার হলে সেই বিষয়টা অতটা ভাবনায় থাকত না। একটা নাটক নির্মাণে এখন আগের চেয়ে তিন-চার গুণ বেশি খরচ হয়ে যায়। সেটা ফেরত পাওয়ার নিশ্চয়তা খুব বেশি নেই। তাই পুরোনো নাটকের প্রচারের সিদ্ধান্ত নিয়েছি।’
পুরোনো নাটক প্রচারের সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনও। তবে তারা বেশ কিছু নতুন গানের অনুষ্ঠান প্রচার করবে। কিন্তু পুরোনো নাটকের প্রচার সম্পর্কে প্রতিষ্ঠানটির অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, ‘অন্যদের কথা আমি বলতে পারছি না। তবে আমরা বেশ কিছু অনুষ্ঠান নির্মাণ করেছি। এটা সত্যি, একটা সময় রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে নাটক বানানোর ট্রেন্ড ছিল। সেটা এখন আর নেই। আর নাটকের বাজেট অনেক বেড়ে গেছে। এটা তো সত্যি, রবীন্দ্রনাথের সৃষ্টিকর্মের সাহিত্যমূল্য অনেক বেশি। সে তুলনায় বাণিজ্যমূল্য একটু কম। তাই চাইলেও খরচ তুলে আনা কঠিন হয়ে যায়।’
তবে রবীন্দ্রজয়ন্তীতে নাটক নির্মাণ কমে যাওয়া প্রসঙ্গে মাছরাঙা টিভির এজিএম (অনুষ্ঠান) আরিফুর রহমান বলেন, ‘প্রতিটি চ্যানেলের একটা নির্দিষ্ট স্লট থাকে। সেটা ধরেই তাদের পরিকল্পনা সাজাতে হয়। চ্যানেলে শুক্রবার বা শনিবার কোনো দিবস এলে আমাদের মতো করে সাজাতে পারি। অন্য দিনগুলোতে কঠিন। কারণ টেলিভিশন চ্যানেল তো এককভাবে কোনো অনুষ্ঠান সাজায় না। এটার সঙ্গে স্পন্সর, শুভাকাঙ্ক্ষী, দর্শকের বিষয়টি মাথায় রাখতে হয়। আর রবীন্দ্রনাথের যেসব গল্প থেকে সচরাচর নাটক নির্মাণ করা হয় সেগুলো থেকে বেশির ভাগ নাটক নির্মাণ হয়ে গেছে। তাই আর নতুন করে অনেকেই নির্মাণ করছেন না।’