মোঃমাসুকঃরাজধানীর ঢাকার ধউর উওরা হতে ছেড়ে সাইনবোর্ড পযর্ন্ত চলাচল করছে ইকবাল এন্টারপ্রাইজ নামে এই পরিবহন।অভিযোগ আছে ১৩০ থেকে ১৫০ টাকা পর্যন্ত ভাড়া নেয়া হয় উওরা হতে সাইনবোর্ড এলাকা পর্যন্ত।এসি সার্ভিস বলে উঠিয়ে নন এসিতে যাচ্ছে যাএীরা।
জানাগেছে,ভাঙ্গাচুরা চলাচল অযোগ্য বাস দিয়েই এই পরিবহনটি চালানো হচ্ছে।নয়ন নামে একজন ব্যবসায়ী অভিযোগ তুলে বলেন,এসি সার্ভিসের কথা বলে যাএী উঠিয়ে ভোগান্তি করে এই পরিবহনটি।পরিবহনটি চারপাশে জানালা লাগানো থাকার কারণে বাহির হতে কোন বাতাস ঢুকতে পারে না।এসি বাস দেখিয়ে যাএীদের হয়রানি করছে।ভিতরে কোন এসি নাই।সরোয়ার নামে আরেকজন যাএী বলেন,এই এলাকায় এই পরিবহনটি নতুন,কেউ ভালোভাবে চিনেও না।আমি গতকালকে এই পরিবহনটিতে উঠেছি সাইনবোর্ড যাওয়ার উদ্দেশে।তাদের কাঙ্খিত চার্জ দেওয়ার পরও ভোগান্তির শেষ নেই।লোকাল বাসের মত সার্ভিস দিয়ে ভাড়া নেয়া হচ্ছে বেশি।যাএীরা কোন রকম প্রতিবাদ করলে কাউন্টারের ভেতরে নিয়ে হুমকি ধামকি দেওয়া হচ্ছে।এর থেকে প্রতিকার চায় উত্তরা বাসী।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব এনায়েত উল্ল্যাহ খন্দকার এই বিষয়ে বলেন কোন অনিয়ম থাকলে ব্যবস্থা গ্রহন করা হবে।