ওবায়দুল কাদের বলেন, জাহাঙ্গীর আলম আওয়ামী লীগ থেকে মেয়র হয়েছিলেন। কিন্তু তার মা আওয়ামী লীগের সঙ্গে সরাসরি যুক্ত কিনা জানা নেই। কাজেই তাকে বিরত রাখা আমাদের বিষয় নয়। সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত ও তত্ত্বাবধায়ক সরকার- বিএনপির এই তিন দাবির কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপির এসব দাবি নিয়ে বিদেশিরা একটি কথাও বলেনি। কোনো চাপ বা প্রস্তাব দেয়নি। বিএনপিকে সংলাপ এবং নির্বাচনকালীন সরকারে ডাকা হয়নি বলে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রলোভনের ফাঁদের প্রশ্ন আসে কেন? তিনি বলেন, বিএনপিকে কোনো ফাঁদে ফেলছে না আওয়ামী লীগ। রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে অংশ নেওয়া বিএনপির গণতান্ত্রিক অধিকার, সুযোগ নয়’-উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কেন তাদের অনুগ্রহ করবে, ডেকে আনবে? আসা না আসা বিএনপির বিষয়। আওয়ামী লীগ বিএনপিকে কোনো ফাঁদে ফেলছে না। আওয়ামী লীগ তার পথ ধরেই হাঁটছে। তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে কাদের বলেন, বিএনপি আজ তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে। তারা বায়াসড তত্ত্বাবধায়ক সরকার চায়, যারা তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। এ ধরনের তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ চায় না।
ওবায়দুল কাদের বলেন, জাহাঙ্গীর আলম আওয়ামী লীগ থেকে মেয়র হয়েছিলেন। কিন্তু তার মা আওয়ামী লীগের সঙ্গে সরাসরি যুক্ত কিনা জানা নেই। কাজেই তাকে বিরত রাখা আমাদের বিষয় নয়।
সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত ও তত্ত্বাবধায়ক সরকার- বিএনপির এই তিন দাবির কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপির এসব দাবি নিয়ে বিদেশিরা একটি কথাও বলেনি। কোনো চাপ বা প্রস্তাব দেয়নি।
বিএনপিকে সংলাপ এবং নির্বাচনকালীন সরকারে ডাকা হয়নি বলে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রলোভনের ফাঁদের প্রশ্ন আসে কেন? তিনি বলেন, বিএনপিকে কোনো ফাঁদে ফেলছে না আওয়ামী লীগ।
রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে অংশ নেওয়া বিএনপির গণতান্ত্রিক অধিকার, সুযোগ নয়’-উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কেন তাদের অনুগ্রহ করবে, ডেকে আনবে? আসা না আসা বিএনপির বিষয়। আওয়ামী লীগ বিএনপিকে কোনো ফাঁদে ফেলছে না। আওয়ামী লীগ তার পথ ধরেই হাঁটছে।
তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে কাদের বলেন, বিএনপি আজ তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে। তারা বায়াসড তত্ত্বাবধায়ক সরকার চায়, যারা তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। এ ধরনের তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ চায় না।