স্মার্ট ওয়ার্ড গড়তে  চান কাউন্সিলর পদপ্রার্থী সোহেল রানা  – দৈনিক মুক্ত বাংলা
ঢাকারবিবার , ১৪ মে ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি-ব্যবসা
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. ইসলাম ও ধর্ম
  7. কোভিট-১৯
  8. ক্যারিয়ার
  9. খেলা
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. বিনোদন
  13. মি‌ডিয়া
  14. মু‌ক্তিযুদ্ধ
  15. যোগা‌যোগ

স্মার্ট ওয়ার্ড গড়তে  চান কাউন্সিলর পদপ্রার্থী সোহেল রানা 

রাজন ইসলাম রাজু
মে ১৪, ২০২৩ ১১:৩৫ অপরাহ্ণ
Link Copied!

আগামী ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন।এই  নির্বাচনকে কেন্দ্র করে নগর জুড়ে শুরু হয়েছে প্রচার প্রচারণা জনসংযোগ।নানা প্রতিশ্রুতি পোস্টার ফেস্টুনে মত সম্ভাব্য মেয়র, কাউন্সিলর প্রার্থীরা। নগরীর ৪৬নং ওয়ার্ডেও চলছে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের নিয়ে জল্পনা কল্পনা। এ ওয়ার্ডের সর্বসাধারণের কাছে দোয়া ও সমর্থন চেয়ে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক মোঃ সোহেল রানা

৪৬ নং ওয়ার্ডের সভ্রান্ত মুসলিম পরিবারের জন্মতার । বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক, দুঃখীদের জন্য সর্ব সময় ত্রাণ, বৃদ্ধদের বয়স্কভাতা। এছাড়াও তিনি এলাকার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিম খানা প্রতিষ্ঠাতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

টঙ্গীর ৪৬নং ওয়ার্ডে অসংখ্য অসহায় দরিদ্র ও কোরোনায় ক্ষতিগ্রস্থ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে  ঔষধ, খাবার বিতরণ, চাঊল, ডাল, তেল, আলু ইত্যাদি নিত্য প্রয়োজনীয়।কোন ব্যক্তির মৃত্যু হলেও দাফন-কাফনের ব্যবস্থা  করেছিলেন তিনি।
মোঃ সোহেল রানা বলেন, কথা নয় কাজে বাস্তবায়ন করতে চাই। মাদক, সন্ত্রাস ও অনিয়মের বিরুদ্ধে অঙ্গীকার নিয়েছি। এলাকার দলীয় নেতাকর্মীসহ সর্বসাধারণের কাছে দোয়া ও সমর্থন চাই। তাদের মূল্যবান ভোটে দিয়ে যদি কাউন্সিলর হিসেবে আমাকে নির্বাচিত করেন, তাহলে সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুর কণ্যা মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ণ ধারাকে অব্যাহত রাখার মাধ্যমে ৪৬নং ওয়ার্ডে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজী, দুর্নীতি মুক্ত সমাজ গড়ে তুলবো ইনশাল্লাহ ।

অন্যান্য ওয়ার্ড বা গ্রামের চেয়ে শিক্ষা, দীক্ষা আর বিভিন্ন প্রশাসনিক কর্মকান্ড শিক্ষা প্রতিষ্ঠান এবং মেধাবী ও প্রতিষ্ঠিত মানুষের বসবাস থাকলেও রাজনীতির হাতিয়ার হিসাবে ব্যবহার করা ছাড়া কোন আত্মমর্যাদা পায়নি এই ৪৬ নং ওয়ার্ডের লোকগুলো। সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে। মানব সেবায় এই মূল্য মন্ত্রটি সকলের জীবনে কাম্য হওয়া উচিত। উচিত সকলের জীবনে বাস্তবায়িত হওয়া। কিন্তু তা কি হতে পেরেছে, ক্ষমতা, অর্থ লোভ, লালসা মোহ থেকে কোন মানুষ এ সকল জগৎ মোহের উর্দ্ধে থেকে মানুষের হৃদয়ে সমাজ জীবনে এবং রাজনীতি অঙ্গনে নিজেদের প্রতিষ্ঠিত করে নিয়েছেন। পৃথিবীতে যারা নিজ প্রতিভার সুজ্বল ঘটিয়ে মানব জাতীর কল্যাণ সাধন করে জনগনের কাছে একজন মহান ব্যাক্তি হিসেবে আস্থা অর্জন করেন। মহামানবদের জীবনী পাঠ করলে দেখা যায়, তারা সকলেই ছিলেন সৎ চরিত্রবান ও মানব দরদী। ক্ষমা বিনয়, সরলতা, শিষ্ঠাচার, সাধুতা, সত্যবাদিতা আত্মসংযম ও সৎগুণাবলীর অধিকারী হয়ে থাকে। তেমনি ৪৬ নং ওয়ার্ডের আদর্শবান, সুন্দর মনের অধিকারী মানুষ ও জনকল্যাণের নিবেদিত প্রাণ মোঃ সোহেল রানা । তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত আছেন। মানুষের আছে মনুষ্যত্ব। এই মনুষ্যত্ববোধই মানুষকে নানা সৎগুণাবলী অর্জন করতে উৎসাহিত করে। মানুষ তার মধ্যে সমাবেশ ঘটায় নানান সৎগুনাবলীর মাধ্যমে। মানুষের গুনাবলীর মধ্যে অন্যতম একটি গুন হলো মানবসেবা। মানবসেবার একটি মহৎগুন। কিন্তু মানসেবার মতো মহৎ গুন অর্জন করা সহজ নয়।

আর্থিক সামর্থ্য ও ক্ষমতা থাকা শর্তে ও অনেক মানুষ মানব সেবায় নিজেকে নিয়োজিত করতে আগ্রহী হয় না। কেবল মাত্র নিজের ভোগ বিলাসে ব্যস্ত থেকে বিলাসী জীবনযাপন করে। ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ, এ কথার মর্ম তার অনুধাবন করতে পারে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, আমাদের সমাজে এমন এমন লোকের সংখ্যাই অধিক। তবুও যে গুটিকয়েক লোকজন ধুশু নিজেদের মধ্যে নিজেকে ব্যস্ত না রেখে সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের জন্য নিজেকে নিয়োজিত রেখেছেন।
তার সাথে আমাদের যা কথা হয় তা নিম্নে প্রকাশ করা হল-

সংবাদ আলোচনা ঃ আপনার ভবিষ্যত পরিকল্পনা কি এবং এলাকাবাসীর উদ্দেশ্যে কিছু বলুন ?
মোঃ সোহেল রানা ঃ আমার ভবিষ্যত পরিকল্পনা হল এলাকার সাবির্ক উন্নয়নে কাজ করা। আমি দীর্ঘদিন যাবত জনসেবা করিয়া আসিতেছি। আমার মনের আশা এলাকার জনগণ তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে। আমি এলাকার জনগণের জন্য উন্নয়নমূলক কাজ করে যাব যাতে আমার এলাকার জনগণে সুখে শান্তিতে বসবাস করতে পারে এই আমার কামনা। এলাকাবাসীসহ সকলের নিকট আমি, দোয়া ও আশীর্বাদ কামনা করছি।

সংবাদ আলোচনা- আপনার লক্ষ্য ও উদ্দেশ্য কি বলুন ?
মোঃ সোহেল রানাঃ আমি যদি নির্বাচিত হই তবে এলাকার উন্নয়নমূলক কাজ করব, রাস্তাঘাট সংস্কার করব, ড্রেনেজ ব্যবস্থা করব, বিদ্যুৎ, গ্যাস ও পানির ব্যবস্থার উন্নয়ন করব, এলাকার শিক্ষার মান উন্নয়ন করব। গণ কবরস্থান, কলেজ কমিউনিটি সেন্টার ও স্বাস্থ্য সেবা , দানকেন্দ্র করার ব্যবস্থা করব, এলাকার বিভিন্ন সমস্যা সমাধান করব, ন্যায় বিচার প্রতিষ্ঠা করব,শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং এই ৪৬নং ওয়ার্ডকে একটি আদর্শ এলাকায় রুপান্তরিত করব।

সংবাদ আলোচনা-পত্রিকায় সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মোঃ সোহেল রানাঃ আপনাকেও ধন্যবাদ।

জনগনের মতামত ঃ মো সোহেল রানা এর মতো লোকের দরকার আছে এই সমাজে। কারণ সমাজ সংস্কারের ব্যাপারে যে কোন একজনকে দায়িত্ব নিতে হয়। সেই দায়িত্ব থাকবে কঠিন কঠোর কিন্তু বাস্তবমুখী। মোঃ সোহেল রানা জীবনে সমাজসেবা মূলক কাজ করে যাচ্ছেন এটাই সকল লোকের কাছে আর্শিবাদস্বরূপ। সমাজে এ ধরণের লোকের যে কতখানি দরকার তা বোঝা যাচ্ছে এলাকার জনগণকে জিজ্ঞেস করলে। কারণ তিনি এলাকার উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত আছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।