বনানী ক্লাব থেকে মশিউজ্জামানের সদস্যপদ বাতিল – দৈনিক মুক্ত বাংলা
ঢাকাবুধবার , ১৭ মে ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি-ব্যবসা
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. ইসলাম ও ধর্ম
  7. কোভিট-১৯
  8. ক্যারিয়ার
  9. খেলা
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. বিনোদন
  13. মি‌ডিয়া
  14. মু‌ক্তিযুদ্ধ
  15. যোগা‌যোগ
 
আজকের সর্বশেষ সবখবর

বনানী ক্লাব থেকে মশিউজ্জামানের সদস্যপদ বাতিল

সম্পাদক
মে ১৭, ২০২৩ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

নি‌শির মনসুর ::

বকেয়া অর্থ পরিশোধ না করায় রাজধানীর অভিজাত বনানী ক্লাব থেকে খন্দকার মশিউজ্জামানের (রোমেল) সদস্য পদ বাতিল করা হয়েছে। ক্লাবের কার্যনির্বাহী কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, ঢাকা ক্লাবের বর্তমান সভাপতি খন্দকার মশিউজ্জামান রোমেল কোনো ডাউন পেমেন্ট ছাড়াই ২০১৭ সালে বনানী ক্লাবের স্থায়ী সদস্য পদ পান। তখন সদস্য পদের জন্য নির্ধারিত ফি ছিল ২০ লাখ টাকা।

বিষয়টি জানিয়ে তাকে চিঠি দেওয়া হলে ২০১৯ ও ২০২০ সালে তিন দফায় তিনি ১৫ লাখ টাকা পরিশোধ করেন। কিন্তু তার কাছে ক্লাবের আরও ৫ লাখ টাকা পাওনা ছিল। কিন্তু বর্তমানে ক্লাবের সদস্য পদের ফি ৫০ লাখ টাকায় পৌঁছেছে। এমন অবস্থায় বিষয়টি নিয়ে মঙ্গলবার ক্লাবের ৭৯তম নির্বাহী কমিটির সভায় আলোচনা হয়।

পরে তার সদস্য পদ বাতিলের সিদ্ধান্ত নেয় কমিটি। ক্লাবের পক্ষ থেকে মশিউজ্জামানের নামে ১৫ লাখ ১২ হাজার ২ টাকার একটি চেক ইস্যু করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।