বনানী হাসান ::
রাশিয়ার দেয়া নতুন নিষেধাজ্ঞায় নাম উঠেছে ৫০০ মার্কিন নাগরিকের, যারা দেশটিতে প্রবেশ করতে পারবেন না। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, টিভি উপস্থাপক স্টিফেন কোলবার্ট ও সিএনএনের ইরিন বার্নেট রয়েছেন এই তালিকায়। খবর সিএনএন।
গতকাল শুক্রবার (১৯ মে) জি৭ সম্মেলন থেকে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ঘোষিত হয়। জো বাইডেনের ‘নিয়মিত রুশ-বিরোধী’ এই পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে মার্কিন নির্বাহী ক্ষমতার সঙ্গে যুক্ত একঝাঁক ব্যক্তিত্বের প্রবেশ নিষিদ্ধ করছে মস্কো।
তালিকায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত জন হান্টসম্যান, বেশ কয়েকজন মার্কিন সিনেটর ও সামরিক বাহিনীর সর্বোচ্চ পদে আসতে যাওয়া চার্লস কিউ ব্রাউন জুনিয়র অন্তর্ভুক্ত রয়েছেন। আছেন লেট নাইট শোর জনপ্রিয় হোস্ট জিমি কিমেল ও সেথ মেয়ার্স।
বিবৃতিতে বলা হয়েছে, ভিন্নমতাবলম্বী নিপীড়নে সরকার ও আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সরাসরি জড়িত তালিকার এই ব্যক্তিরা। সেখানে ২০২১ সালের ৬ জানুয়ারি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের ক্যাপিটলে আক্রমণ উল্লেখ করা হয়। যাকে রাজনৈতিক অধিকার বলে দাবি করে আসছিল রাশিয়া।
তালিকায় সংবাদমাধ্যম সিএনএনের বেশ কয়েকজন সাংবাদিক রয়েছেন। এ ছাড়া ৫০০ আমেরিকান বলা হলেও তালিকা থাকা প্যাটন ওয়ালশ একজন ব্রিটিশ নাগরিক।
পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে ক্রেমলিন জানায়, ওয়াশিংটনের জন্য এ শিক্ষার উপযুক্ত সময় যে, রাশিয়ার বিরুদ্ধে শত্রুতামূলক যেকোনো আক্রমণের কঠোর প্রতিক্রিয়া জানানো হবে।
তবে ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ নির্দিষ্ট করেনি মস্কো বা প্রবেশের নিষেধাজ্ঞা ছাড়া এর অর্থ কী তা স্পষ্ট নয়।