নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ- বিতর্ক ও ঝামেলা যেন পিছুই ছাড়ছেনা ইউটিউব ও ফেসবুকে হিরো আলম বনে যাওয়া আশরাফুল আলম সাঈদের। এবার সাংবাদিক কে হুমকি দেয়ার ঘটনায় তার বিরুদ্ধে বগুড়ার নন্দীগ্রাম থানায় সাধারন ডায়েরী (জিডি) করলেন নন্দীগ্রাম ইউনাইটেড প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জাতীয় দৈনিক সময়ের কাগজ ও দৈনিক চৌকস পত্রিকার বগুড়া জেলা প্রতিনিধি এবং অনলাইন দৈনিক আলোর পথ পত্রিকার বার্তা সম্পাদক সাংবাদিক এমদাদুল হক।
জিডিতে তিনি উল্লেখ করেন, গত ২৭শে জুলাই অনলাইন দৈনিক আলোর পথ পত্রিকায় হিরো আলমকে শেষ বারের মত সতর্ক করলেন নুসরাত শিরোনামে নিউজ প্রকাশিত হয়। আর এতে ক্ষিপ্ত হয়ে হিরো আলম তার ব্যবহৃত মোবাইল নাম্বার থেকে ফোন করে সাংবাদিক এমদাদুল হককে অকথ্য ভাষায় গালিগালাজ সহ নিউজ ডিলিট করার জন্য বলেন। অন্যথায় সমস্যা করবে বলেও হুমকি প্রদান করেন। ইতিমধ্যে হিরো আলম কর্তৃক সাংবাদিক এমদাদুল হক কে হুমকির অডিও কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে।
এবিষয়ে হিরো আলমের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, সাংবাদিক এমদাদ আমার বিরুদ্ধে নিউজ করেছে। তাই নিউজ ডিলিট করতে বলেছি এবং চামচামি কম করতে বলেছি।
এই বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, সংবাদ প্রকাশের জেরেই সাংবাদিককে হুমকি দিয়েছে হিরো আলম। ফোনকল রেকর্ড শুনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে