অনিকেত হাসান ::
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, তরুণরাই দেশের ভাগ্য নির্ধারণ করবে।
তিনি শনিবার তরুণদের রানঅফ ভোটে অংশগ্রহণ করার আহ্বান জানান। খবর ডেইলি সাবাহর।
আগামী ২৮ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা অর্থাৎ রানঅফ ভোট।
গত ২১ বছর ধরে তুরস্ক শাসন করছে এরদোগানের একে পার্টি। তবে এবারের নির্বাচনে বেশ বেগ পেতে হচ্ছে এরদোগানকে।
গত ১৪ মে অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। কিন্তু ওই নির্বাচনে এরদোগান জয়ী হলেও তার প্রাপ্ত ভোট ৪৯.৫২ শতাংশ অর্থাৎ ৫০ শতাংশের নিচে হওয়ায় তা দ্বিতীয় দফায় গড়িয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।