ওয়াসার এমডির বিরুদ্ধে অভিযোগ তুলে পদ হারালেন চেয়ারম্যান – দৈনিক মুক্ত বাংলা
ঢাকাসোমবার , ২২ মে ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি-ব্যবসা
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. ইসলাম ও ধর্ম
  7. কোভিট-১৯
  8. ক্যারিয়ার
  9. খেলা
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. বিনোদন
  13. মি‌ডিয়া
  14. মু‌ক্তিযুদ্ধ
  15. যোগা‌যোগ
 
আজকের সর্বশেষ সবখবর

ওয়াসার এমডির বিরুদ্ধে অভিযোগ তুলে পদ হারালেন চেয়ারম্যান

সম্পাদক
মে ২২, ২০২৩ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতি‌বেদক ::

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে স্বেচ্ছাচারিতার অভিযোগ দেয়ার চার দিন পর পদ হারালেন ওয়াসা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোস্তফা। তাকে সরিয়ে এ পদে দায়িত্ব দেয়া হয়েছে বোর্ডের সদস্য সুজিত কুমার বালাকে।

রোববার স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬-এর ৭(১) ধারা অনুযায়ী ঢাকা ওয়াসা বোর্ডের সদস্য সুজিত কুমার বালাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হলো। পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬-এর ৯(১) ধারা অনুযায়ী তিনি ঢাকা ওয়াসা বোর্ডের পূর্ববর্তী চেয়ারম্যান ড. প্রকৌশলী গোলাম মোস্তফার স্থলাভিষিক্ত হবেন।

ওয়াসার বিভিন্ন ইস্যু নিয়ে এমডি তাকসিম এ খানের বিরুদ্ধে সম্প্রতি স্থানীয় সরকার বিভাগে অভিযোগ দেন প্রকৌশলী ড. গোলাম মোস্তফা। এর পরই তাকসিম এ খান চেয়ারম্যানকে জড়িয়ে নানা অভিযোগ তুলে মন্ত্রণালয়ে পত্র দেন। বিষয়টি নিয়ে গণমাধ্যমে বিস্তারিত কথা বলে উভয়পক্ষই। দীর্ঘ সময় ধরে ঢাকা ওয়াসার নির্বাহী প্রধানের চেয়ারে অবস্থান করে কার্যত ওয়াসা বোর্ডকে অকার্যকর করে রাখার যে চেষ্টা তাই উঠে আসে প্রকৌশলী গোলাম মোস্তফার অভিযোগে। এসব অভিযোগ মন্ত্রণালয় তদন্ত করার আগেই অভিযোগকারীকে সরিয়ে দেয়া হলো।

নতুন চেয়ারম্যান সুজিত কুমার বালা বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের অধ্যাপক ছিলেন। তিনি বর্তমানে অবসরকালীন ছুটিতে আছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।