মুজিবের অপেক্ষায় দাঁড়িয়ে এক বৃদ্ধাঃ অসমাপ্ত আত্নজী‌বনী – দৈনিক মুক্ত বাংলা
ঢাকামঙ্গলবার , ২৩ মে ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি-ব্যবসা
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. ইসলাম ও ধর্ম
  7. কোভিট-১৯
  8. ক্যারিয়ার
  9. খেলা
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. বিনোদন
  13. মি‌ডিয়া
  14. মু‌ক্তিযুদ্ধ
  15. যোগা‌যোগ
 
আজকের সর্বশেষ সবখবর

মুজিবের অপেক্ষায় দাঁড়িয়ে এক বৃদ্ধাঃ অসমাপ্ত আত্নজী‌বনী

সম্পাদক
মে ২৩, ২০২৩ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

 

আমার মনে আছে খুবই গরিব এক বৃদ্ধ মহিলা কয়েক ঘন্টা রাস্থায় দাঁড়িয়ে আছে শুনেছে এই পথে আমি যাব, আমাকে দেখে আমার হাত ধরে বলল, ‘’বাবা আমার এই কুঁড়েঘরে তোমায় একটু খানি বসতে হবে।‘’ আমি তাঁর হাত ধরেই তাঁর বাড়িতে যাই। অনেক লোক আমার সাথে, আমাকে মাঠিতে একটা পাটি বিছিয়ে বসতে দিয়ে এক বাটি দুধ, একটা পান ও চার আনা পয়সা এনে আমার সামনে ধরে বলল, “খাও বাবা, আর পয়সা কয়টা তুমি নেও, আমারতো কিছুই নাই।” আমার চোখে পানি এল। আমি দুধ একটু মুখে নিয়ে সেই পয়সার সাথে আরোও কিছু টাকা তাঁহাতে দিয়ে বললাম, “তোমার দোয়া আমার জন্য যথেষ্ট, তোমার দোয়ার মূল্য টাকা দিয়ে শোধ করা যায়না।” টাকা সে নিল না, আমার মাথায় মুখে হাত দিয়ে বলল, “গরিবের দোয়া তোমার জন্য আছে বাবা।” নিরবে আমার চক্ষু দিয়ে দুই ফোটা পানি গড়ীয়ে পড়েছিল, যখন তাঁর বাড়ি থেকে বেরিয়ে আসি সেদিনই আমি মনেমনে প্রতিজ্ঞা করেছিলাম, ‘’মানুষরে আমি ধোঁকা দিতে পারবনা।” এরকম আরও অনেক ঘটনা ঘটেছিল। আমি পায়ে হেঁটেই এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে যেতাম। আমাকে রাস্থায় রাস্তায় । গ্রামে গ্রামে দেরি করতে হত। গ্রামের মেয়েরা আমাকে দেখতে চায়। আমি ইলেকশনে নামার পূর্বেই জানতাম না, এ দেশের লোক আমাকে কত ভালোবাসে। আমার মনের একটা বিরাট পরিবর্তন এই সময় হয়েছিল।

Ref: অসমাপ্ত আত্মজীবনী, শেখ মুজিবুর রহমান।🇧🇩
©️ #সংগ্ৰামেরনোটবুক 🇧🇩 #মেমরিপোস্ট২০২০ 🇧🇩

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।