গাজীপুরে মাদকসহ স্বপরিবার গ্রেফতার – দৈনিক মুক্ত বাংলা
ঢাকামঙ্গলবার , ২ আগস্ট ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি-ব্যবসা
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. ইসলাম ও ধর্ম
  7. কোভিট-১৯
  8. ক্যারিয়ার
  9. খেলা
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. বিনোদন
  13. মি‌ডিয়া
  14. মু‌ক্তিযুদ্ধ
  15. যোগা‌যোগ

গাজীপুরে মাদকসহ স্বপরিবার গ্রেফতার

বার্তা কক্ষ
আগস্ট ২, ২০২২ ১১:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃজসিম উদ্দিনঃগাজীপুর সদর এলাকা থেকে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মধুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। সোমবার (১ আগস্ট) নগরীর লক্ষীপুরা এলাকায় অভিযান চালিয়ে মধু (৪৫), তার স্বামী হাশেম (৫৬) ও মেয়ের জামাই কফিল উদ্দিনকে (৩০) গ্রেপ্তার করা হয়। তবে এসময় পালিয়ে যায় মধুর ছেলে সজীব (৩০)। এসময় সজীবের ব্যবহৃত কাঠের তালাবদ্ধ ড্রয়ার থেকে পাঁচ রাউন্ড পিস্তলের গুলি ও মাদক বিক্রির নগদ ৭৬ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় জিএমপির সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, রোববার (৩১ জুলাই) লক্ষীপুরা এলাকা থেকে মধুর মেয়ে আশাকে (৩০) দুই গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মধু, হাশেম ও কফিল উদ্দিনকে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে পুলিশ। জিএমপির উপ-কমিশনার জাকির হাসান জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী মধুর বিরুদ্ধে জয়দেবপুর, বাসন ও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে। তার স্বামী হাশেম আলীর বিরুদ্ধে জয়দেবপুর ও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি এবং তার ছেলে সজীবের বিরুদ্ধে সদর থানায় তিনটি মামলা রয়েছে। তিনি আরও জানান, এই মাদক ব্যবসায়ী পরিবার মাদক ব্যবসার মাধ্যমে তিনটি বাড়ি তৈরি করে এবং বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে। এলাকায় প্রভাব বিস্তার করা মাদক চক্রটির বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ সাধারণ জনগণের বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এই কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।