ভা‌লো থাক‌বেন আজমত উল্লাহ ভাই – দৈনিক মুক্ত বাংলা
ঢাকাশনিবার , ২৭ মে ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি-ব্যবসা
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. ইসলাম ও ধর্ম
  7. কোভিট-১৯
  8. ক্যারিয়ার
  9. খেলা
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. বিনোদন
  13. মি‌ডিয়া
  14. মু‌ক্তিযুদ্ধ
  15. যোগা‌যোগ
 
আজকের সর্বশেষ সবখবর

ভা‌লো থাক‌বেন আজমত উল্লাহ ভাই

সম্পাদক
মে ২৭, ২০২৩ ১০:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

ডি এস মাহফুজা হো‌সেন মিতা ::

রনাঙ্গ‌নের প‌রি‌ক্ষিত যোদ্ধা দ‌লের জন‌্য নি‌বে‌দিত কর্মীর তা‌লিকার অনন‌্য মানুষ ।অজমত উ‌ল্লিাহ। তি‌নি ও তার ম‌তো সৎ ও ত‌্যা‌গি  নেতা‌দের নেত্রী মুল‌্যায়ন ক‌রে‌ছেন সে জন‌্য মাননীয় প্রধানমন্ত্রীওে স্মার্ট বাংলা‌দে‌শের স্বপ্ন দ্রষ্টা শেখ হা‌সিনা‌কে হাজার সালাম।  আপনার নেতার সৎ আর  আত্নত‌্যা‌গের তুলনা নেই।

ত‌বে আজমত উল্লাহ খানের বড় অযোগ্যতা তিনি একজন সৎ মানুষ, স্বচ্ছ মানুষ, একাত্তরের রণাঙ্গনের একজন বীর যোদ্ধা।

উনার আরও বড় অযোগ্যতা, টাকা নাই । টাকা না থাকায়  দ‌লের কর্মী কিংবা মিডিয়াসহ অনেকরেই খুশি রাখতে পারেননি ।

আপ‌নি দ‌লের নেতা হি‌সে‌বে তা‌কে মুল‌্যায়ন ক‌রে‌ছেন। কিন্তু ভো‌টের বাজা‌রে দলে সৎ মানুষের মূল্য নেই । ভোটার‌দেরই বা কি দোষ আমা‌দের নেতারা তা‌দের‌কে নষ্ট ক‌রে ফে‌লে‌ছেন। টাকার কা‌ছে হে‌রে গে‌ছে নী‌তি আদর্শ। এর খেশারত গাজীপু‌রবাসী‌তে দি‌তে হ‌য়ে‌ছে।

ভালো থাকবেন আজমত উল্লাহ ভাই সহ সারাদেশের দলের সৎ , ত্যাগী নেতারা । আপনাদের জন্য আল্লাহর কাছে এই প্রার্থনা করি । আমিন হার জিত তো আছে আগামী জন্য সবসময় শুভকামনা রইল আমার সবার প্রিয় ভা‌য়েরা ভা‌লো থাকুন। সুস্থতার চর্চা কর‌তে শিখ‌ছে এ জা‌তি। এক‌দিন সমআর্ট জা‌তি হি‌সে‌বে আমরাও সব অ‌নিয়ম ধু‌য়ে মু‌ছে দে‌বো।

সে‌দিন বে‌শি দু‌রে নয় ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।