নিজস্ব প্রতিবেদক ::
দক্ষিন কোরিয়ার সিউল টেকনোলজি বাংলাদেশের জ্বালানী খাত ভোজ্য তেল এবং চিনি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। বিশেষ করে সংকটকালিন মুহুর্তে সাশ্রয় মুল্যে চিনি ও তেলসহ জ্বালানী পণ্য সরবরাহের লক্ষ্যে বাংলাদেশ সফরে এসছিলেন প্রতিষ্ঠানটির কর্নধর হাগ জো লি ও চেরি প্যাকারে লিমিটেডের কর্নধর ইউন সেং ইল। তারা এশিয়া প্যাসিফিক ট্রেড ইন্ড্রাস্ট্রিয়ালের সাথে সম্পাদিত সমঝোতা চুক্তি মোতাবেক খাদ্য ও জ্বালানী পণ্য সরবরাহ কাযক্রম পরিদর্শনে আসেন। এ সময় এশিয়ার দেশ গুলোতে পেট্রোলিয়াম, কয়লা, বিটুমিন , ভোজ্য তেল যেমন সয়াবিন ওয়েল, সান ফ্লাওয়ার ওয়েল, পামওয়েল, অলিভওয়েল ও চিনি সহ নানার ধরনের পন্যের নতুন নতুন চুক্তিও সম্পাদিত হয়। ২৩মে ২০২৩ সকালে বাংলাদেশ সফরের শুরুতেই হাগ জো লি ও ইউন সেং ইল নতুন সমঝ্তো চুক্তি স্বাক্ষর করেন এশিয়া প্যাসিফিক ট্রেড ইন্ডাস্ট্রিয়ালের সিইও এস এম আরিফ হোসেনের সাথে। এ সময় উপস্থিত ছিলেন আরজে ট্রেড ইন্টান্যাশনালের কর্নধর মোহাম্মদ জাহিদ।