বিএনপির নিপুণকে তিন মাসের আগাম জামিন – দৈনিক মুক্ত বাংলা
ঢাকাসোমবার , ২৯ মে ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি-ব্যবসা
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. ইসলাম ও ধর্ম
  7. কোভিট-১৯
  8. ক্যারিয়ার
  9. খেলা
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. বিনোদন
  13. মি‌ডিয়া
  14. মু‌ক্তিযুদ্ধ
  15. যোগা‌যোগ

বিএনপির নিপুণকে তিন মাসের আগাম জামিন

সম্পাদক
মে ২৯, ২০২৩ ২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

‌নিজস্ব প্রতি‌বেদক ::

ঢাকার কেরানীগঞ্জে সংঘর্ষের ঘটনায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে তিন মাসের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।

তার জামিনের আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ জামিন দেয়।

এ সময়ের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।

আদালতে নিপুণের পক্ষে শুনানি করেন তার বাবা নিতায় রায় চৌধুরী, সঙ্গে ছিলেন বদরুদ্দোজা বাদল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

আদেশের পর অ্যাডভোকেট নিতায় রায় চৌধুরী বলেন, ‘আদালত আমাদের আবেদনের শুনানি নিয়ে তিন মাসের আগাম জামিন দিয়েছে।’

ঢাকার কেরানীগঞ্জে গত ২৬ মে শুক্রবার আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হন নিপুন রায় চৌধুরী। তিনি ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন।

সংঘর্ষের ঘটনার পরদিন শনিবার ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে প্রধান আসামি করে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা হয়।

এ মামলায় তিনি মাথায় ব্যান্ডেজ নিয়ে হুইল চেয়ারে করে হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিন চান। পরে আদালত শুনানি নিয়ে তাকে জামিন দেন।

মামলায় দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের অফিসে হামলা ও আসবাব ভাঙচুরের অভিযোগ আনা হয়।

মামলায় আওয়ামী লীগের পার্টি অফিস ভাঙচুর ও নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ রয়েছে। বিএনপি নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, হাজী নাজিম উদ্দিন মাস্টার, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আশফাকের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৫ শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।