মাদক”সন্ত্রাস”চাঁদাবাজদের কঠোর হুঁশিয়ারি দিলেন অফিসার ইনচার্জ শাহ আলম – দৈনিক মুক্ত বাংলা
ঢাকাবুধবার , ৩ আগস্ট ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি-ব্যবসা
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. ইসলাম ও ধর্ম
  7. কোভিট-১৯
  8. ক্যারিয়ার
  9. খেলা
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. বিনোদন
  13. মি‌ডিয়া
  14. মু‌ক্তিযুদ্ধ
  15. যোগা‌যোগ
 
আজকের সর্বশেষ সবখবর

মাদক”সন্ত্রাস”চাঁদাবাজদের কঠোর হুঁশিয়ারি দিলেন অফিসার ইনচার্জ শাহ আলম

বার্তা কক্ষ
আগস্ট ৩, ২০২২ ১১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

 

রাজন ইসলাম রাজু

গাজীপুর টঙ্গী পশ্চিম থানার প্রতিটি ওয়ার্ডে থানা পুলিশের টহল থাকায় অপরাধমূলক কর্মকান্ড অনেকটাই কমেছে বলে জানান এলাকাবাসী। আগে বিভিন্ন অপরাধীরা হরহামেশাই অপরাধে লিপ্ত থাকায় অতিষ্ঠ ছিলো এলাকাবাসী।যেসব এলাকায় অপরাধীদের আড্ডা ছিলো ঐ সকল এলাকার অপরাধীদের আখড়ায় অফিসার ইনচার্জ মো: শাহ আলম নিজেই অভিযান করেছেন।এলাকাবাসী বলেন, আগের তুলনায় গাজীপুরের টঙ্গী পশ্চিম থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই ভালো। থানা পুলিশের টহল বৃদ্ধি করায় অপরাধীদের আনাগোনা কমেছে। প্রতিদিন যদি নিয়মিত থানা পুলিশের তৎপরতা থাকে তাহলে অপরাধীরা অপরাধ কর্মকান্ড করতে সুযোগ পাবেনা। টঙ্গী পশ্চিম থানায় অফিসার ইনচার্জ মো: শাহ আলম যোগদানের পর থেকে থানা এলাকায় মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, ভুমিদস্যুসহ সকল অপরাধ কমে এসেছে। থানা এলাকায় চুরি, ডাকাতিসহ ছিনতাইয়ের মত অপরাধ তার কঠোর হস্তক্ষেপে সহনশীল পর্যায় রয়েছে। বিভিন্ন অপকর্মে দ্রুত ব্যবস্থা নেওয়ায় এলাকাবাসী অফিসার ইনচার্জ মো: শাহ আলম এর প্রশংসা করছেন।

এই বিষয় টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো: শাহ আলম বলেন,গাজীপুর টঙ্গী পশ্চিম থানা বিভিন্ন এলাকা থেকে ইতিমধ্যে অনেক অপরাধীদের আইনের আওতায় আনা হয়েছে। থানা পুলিশ এলাকাবাসীকে সেবা প্রদান করার জন্য সব সময় প্রস্তুত। মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, সন্ত্রাসীদের ধরতে বিভিন্ন ওয়ার্ডে পুলিশ অভিযান করছে। টঙ্গী পশ্চিম থানায় যতদিন আছি ততদিন অপরাধীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। অপরাধী যত বড় প্রভাবশালী হউক অপরাধ করলে ছাড় নাই।পুলিশ কমিশনারের নির্দেশে আমি অপরাধীদের বিরুদ্ধে কাজ করতে বদ্ধপরিকর। পুলিশ কমিশনার দেশ ও দশের কথা চিন্তা করে যখন যা বলবেন তখন তা করার জন্য আমি প্রস্তুত আছি। তিনি আরো বলেন, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, সন্ত্রাসীদের বিষয়ে তথ্য দেওয়ার জন্য টঙ্গী পশ্চিম থানাবাসীর প্রতি আহবান থাকবে। পুলিশকে যদি অপরাধীদের বিষয়ে তথ্য দেওয়া হয় তাহলে পুলিশ এসব অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে পারবে। তাহলে এ দেশ একদিন অপরাধ মুক্ত দেশে রুপান্তরিত হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।