গুম খুন মামলার তথ্য চেয়ে বিএন‌পির তৃণমূলে চিঠি – দৈনিক মুক্ত বাংলা
ঢাকাশুক্রবার , ২ জুন ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি-ব্যবসা
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. ইসলাম ও ধর্ম
  7. কোভিট-১৯
  8. ক্যারিয়ার
  9. খেলা
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. বিনোদন
  13. মি‌ডিয়া
  14. মু‌ক্তিযুদ্ধ
  15. যোগা‌যোগ

গুম খুন মামলার তথ্য চেয়ে বিএন‌পির তৃণমূলে চিঠি

সম্পাদক
জুন ২, ২০২৩ ৯:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতি‌বেদক ::
বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের গুম-খুন হওয়া নেতাকর্মীদের তালিকা এবং মিথ্যা-গায়েবি মামলাসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য চেয়ে তৃণমূলে চিঠি দিয়েছে দলটি। একই সঙ্গে এসব ঘটনায় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), এএসপি ও এসপিদের নাম ও পরিচয় পাঠাতে বলা হয়েছে। ১৮ মে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি সব সাংগঠনিক জেলায় পাঠানো হয়।

এদিকে এ সংক্রান্ত হালনাগাদ তথ্য যাচাই-বাছাই করে প্রতিবেদন তৈরি করতে কেন্দ্রীয়ভাবে একটি সেল গঠন করা হয়েছে। পুলিশের সাবেক এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে দেওয়া হয়েছে এর দায়িত্

জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী যুগান্তরকে বলেন, এটি ধারাবাহিক প্রক্রিয়া। সর্বশেষ আপডেট পাঠানোর জন্য তাদের আবার বলা হয়েছে।

জানা গেছে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গুম-খুন ও মামলার বিষয়টি গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে। বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, তাদের শত শত নেতাকর্মী গুম-খুনের শিকার। গায়েবি মামলায় তাদের কারাগারে পাঠানো হয়েছে। প্রভাবশালী দেশসহ অনেকে এ সংক্রান্ত হালনাগাদ তথ্য চাইতে পারে বলে মনে করছেন দলটির হাইকমান্ড। যাতে প্রমাণসহ এ সংক্রান্ত তথ্য সঙ্গে সঙ্গে সরবরাহ করা যায় সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা ও মহানগরের সভাপতি বা আহ্বায়ক ও সাধারণ সম্পাদক বা সদস্য সচিব বরাবর পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘এতে ওই সময়ের সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নাম ও পরিচয় উল্লেখ করতে হবে। এছাড়া ওই সময়কার সংশ্লিষ্ট সার্কেল এএসপি বা এডিশনাল এসপি (মেট্রোর ক্ষেত্রে এসি-জোন) এবং এসপির (মেট্রোর ক্ষেত্রে ডিসি-ডিভিশন) নাম ও পরিচয়, মিথ্যা বা গায়েবি মামলা রুজুকারী কর্মকর্তার নাম ও পরিচয় এবং মিথ্যা বা গায়েবি মামলা তদন্তকারী কর্মকর্তার নাম ও পরিচয়ও পাঠাতে বলা হয়েছে।’

জানতে চাইলে লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেন, চিঠি পেয়ে কাজও শুরু করেছি। মামলা-গুম-খুনের সঙ্গে জড়িতদের নামও কেন্দ্রে পাঠাব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।