৭২ বার পেছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন জমার তারিখ – দৈনিক মুক্ত বাংলা
ঢাকাসোমবার , ৫ জুন ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি-ব্যবসা
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. ইসলাম ও ধর্ম
  7. কোভিট-১৯
  8. ক্যারিয়ার
  9. খেলা
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. বিনোদন
  13. মি‌ডিয়া
  14. মু‌ক্তিযুদ্ধ
  15. যোগা‌যোগ

৭২ বার পেছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন জমার তারিখ

সম্পাদক
জুন ৫, ২০২৩ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক ::

বহুল আলোচিত কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন নির্ধারিত দিনে আদালতে জমা দিতে পারেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তদন্তের জন্য আরো সময় চেয়ে আজ সোমবার (৫ জুন) আবেদেন করলে প্রতিবেদন দাখিলের নতুন দিন নির্ধারণ করেন আদালত। এ নিয়ে ৭২ বারের মতো প্রতিবেদন জমার তারিখ পেছানো হলো।

সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান বণিক বার্তাকে বলেন, ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরী আগামী ৩১ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে সিআইডিকে নির্দেশ দিয়েছেন।

দফায় দফায় সময় নিয়েও তদন্ত প্রতিবেদন দিতে পারেনি মামলার তদন্তকারী সংস্থা সিআইডি। ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। স্থানান্তরিত এসব টাকা ফিলিপাইনে পাঠানো হয়েছিল। দেশের অভ্যন্তরেরই কোনো একটি চক্রের সহায়তায় এ অর্থ পাচার হয়েছে বলে তখন ধারণা করেছিলেন সংশ্লিষ্টরা। পরে ওই বছরের ১৫ মার্চ রাজধানীর মতিঝিল থানায় মামলা করেন বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক জুবায়ের বিন হুদা। অর্থপাচার প্রতিরোধ আইনের ওই মামলায় সরাসরি কাউকে আসামি করা হয়নি। মামলাটি তদন্ত করছে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।