বিপ্লবী আর সাহসী চরিত্রে রানী অনন‌্য – দৈনিক মুক্ত বাংলা
ঢাকাসোমবার , ১২ জুন ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি-ব্যবসা
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. ইসলাম ও ধর্ম
  7. কোভিট-১৯
  8. ক্যারিয়ার
  9. খেলা
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. বিনোদন
  13. মি‌ডিয়া
  14. মু‌ক্তিযুদ্ধ
  15. যোগা‌যোগ

বিপ্লবী আর সাহসী চরিত্রে রানী অনন‌্য

সম্পাদক
জুন ১২, ২০২৩ ১০:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

বি‌নোদন প্রতি‌বেদক ::

‘মর্দানি’, ‘হিচকি’, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’—রানী মুখার্জির এই ছবিগুলো বারবার প্রমাণ করেছে যে সমাজে বিপ্লব আনতে পারেন নারী। আনতে পারেন যুগান্তকারী পরিবর্তন। আর তাই সর্বদা এমন চরিত্রের সন্ধানেই থাকেন রানী।

এক বিবৃতিতে রানী গত শনিবার বলেছেন, ‘আমি সেই ধরনের কাহিনির অংশ হতে চাই, যেখানে নারীর নেতৃত্বে সমাজে বদল আসবে। যেখানে সামাজিক প্রথাকে আরও ভালোর দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক নারীই যথেষ্ট। এই ধরনের চরিত্র আমাকে সব সময় আকর্ষণ করে। কারণ পর্দায় সব সময় আমি নারীকে সাহসী আর স্বাধীনচেতা হিসেবে তুলে ধরতে চেয়েছি।’

বিবৃতিতে সবচেয়ে প্রিয় ছবির কথাও জানিয়েছেন রানী। এই বলিউড অভিনেত্রী বলেছেন, ‘আমার সব সময়ের প্রিয় ছবি হলো ‘মাদার ইন্ডিয়া’। ছোটবেলা থেকেই এটি আমার প্রিয় ছবি। এই ছবির মাধ্যমে বিশ্ব চলচ্চিত্রের সামনে নারীত্ব আর তার সততাকে তুলে ধরা হয়েছে।

‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির প্রচারে রানী
‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির প্রচারে রানীটুইটার

আর তুলে ধরা হয়েছে আমাদের সমাজে একজন নারীকে কীভাবে শোষণ করা হয়। আমাকে সব সময় এ ধরনের চরিত্র অনুপ্রাণিত করে। আর আমি মনে করি নারীরা নিঃশব্দে প্রতিদিনের জীবনযাত্রায় যে নায়কোচিত কাজ করে চলেছেন, তা তাঁদের উদ্‌যাপন করা উচিত।’

রানী এ ব্যাপারে বলেছেন, ‘“আমার মিসেস চ্যাটার্জিভার্সেস নরওয়ে” ছবিটাই দেখুন। এখানে একটা মেয়ে যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তা সবার কল্পনার বাইরে। মেয়েটি তাঁর সন্তানদের জন্য একাই একটা দেশের বিরুদ্ধে লড়াই করে গেছেন। অবশেষে মেয়েটারই জয় হয়েছে।

“মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে”র মতো সামাজিক ছবিই সমাজে বদল আনতে পারে।’ তিনি আরও বলেছেন, ‘আগামী দিনে এ ধরনের আরও চরিত্র পর্দায় তুলে ধরতে চাই। ভারতীয় নারীর সাহসিকতার কাহিনি সারা দুনিয়াকে বলতে আমি দারুণ গর্ব বোধ করি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।