নিজস্ব প্রতিবেদক ::
কাজী নজরুল ইসলাম এর নাতনী খিলখিল কাজী যিনি একাধারে শিল্ফ ও সংগঠক।
খিলখিল কাজী হচ্ছেন একজন বাংলাদেশী নারী কণ্ঠশিল্পী এবং সংগঠক। তিনি কবি কাজী নজরুল ইসলাম এর নাতনী। তিনি নজরুল ইন্সটিটিউট কর্তৃক ২০১৩ সালে নজরুল পুরস্কার ভূষিত হন। তিনি নজরুল ইন্সটিটিউটের ট্রাস্টি বোর্ডের সদস্য। তিনি তার দাদুর জীবন কর্ম নিয়ে গবেষণা করছেন।কবি কাজী নজরুল ইসলামের নাতনী এবং সংগীত শিল্পী খিলখিল কাজী ১৯৬২ সাল তেখে তারঁ দাদুর সাথে থেকে বড় হয়েছেন । খিল-খিল কাজী একজন সঙ্গীত শিল্পী। খিলখিল কাজী নামটি তার বাবার দেয়া। গানের হাতে খড়ি বাবার কাছে। বাংলাদেশে গান শিখেছেন শিল্পী বেদার উদ্দিন চাচার কাছে, সুধীন কাকু, শিল্পী সালাউদ্দিন আহমদের কাছে। খিলখিল পেশায় সংগীত শিল্পী। তিনি নজরুল ইন্সটিটিউটের ট্রাস্টি বোর্ডের সদস্য। দাদুর জীবন কর্ম নিয়ে গবেষণা করছেন।বাবা কাজী সব্যসাচী, মা উমা কাজী, ছোট ভাই বাবুল কাজী, তার স্ত্রী রুনা কাজী, তাদের দু’বাচ্চা আরিয়েন ও আরিয়াত, বোন মিষ্টি কাজী নিয়ে তাদের সংসার। ১৯৬২ সালে কলকাতায় জন্ম হলেও দাদু আর বাবার সঙ্গে বাংলাদেশে চলে এসেছিলেন খিলখিল কাজী। বর্তমানে ঢাকায় আছেন তিনি।৭৯-তে খিলখিল কাজীর বাবা কাজী সব্যসাচী মারা যাবার পর ১৯৮৫-তে সবাই বাংলাদেশে চলে আসেন। সেই থেকে বনানীতে সরকারের দেয়া বাসায় আছেন। তারা এখন বাংলাদেশের নাগরিক। খিলখিলের ছোট বোন মিষ্টি কাজী আর চাচা অনিরুদ্ধ কাজীর পরিবার কলকাতায় আছেন। খিলখিল কাজী এখনো একা। দেশ ও প্রবাসে শিল্প-সাহিত্য-সংষ্কৃতি-ক্রীড়া ও সমাজ উন্নয়নের আইকনদের কর্মের মূল্যায়ন, উৎসাহ, অবদানের স্বীকৃতি এবং নতুন প্রজন্মের মাঝে প্রেরনা সৃষ্টির মাধ্যমে সামাজিক মূল্যবোধ বৃদ্ধি ও স্বদেশী স্বকীয়তাকে সমুজ্জ্বল রাখার নিমিত্তে বাদাম-হলিউড পদক দেয়া হয়। এই অনুষ্ঠানে আজীবন সম্মাননা পদক পেয়েছেন কাজী নজরুল ইসলামের কর্মের উপর অবদানমূলক কাজের জন্য খিলখিল কাজী।নজরুলের গান নিয়ে খিল-খিল কাজী বলেন , নজরুল তার কাছের মানুষ দেরকে বিভিন্ন সময়ে বলে গেছেন তার গানে কোন কেরামতি তিনি পছন্দ করেন না। মূল গানের স্বরলিপি রক্ষণাবেক্ষণের জন্যও তিনি চেষ্টা করেছেন । ২০১৩ সালে নজরুল ইনস্টিটিউট প্রদত্ত ‘নজরুল পদক’ পান তিনি। ওই বছর পশ্চিমবঙ্গের বর্ধমানের চুরুলিয়াতে অবস্থিত নজরুল একাডেমিও তাঁকে পদক দেয়।