স্টাফ রিপোর্টরঃ রাজধানীর দক্ষিণখান আজপুর হাওয়া রোড বিসমিল্লাহ টাওয়ারে ৩ টি চুলার অনুমতি নিয়ে ২৪ টি চুলা অবৈধ ভাবে চালানো হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে ভবনটি ১০ তলা।এক সময় টিনসেট বাড়ি থাকার কারণে তিনটি চুলার অনুমোদন দেয় তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।বর্তমানে ঐ জায়গার উপরে ১০ তলা একটি ভবন নির্মিত হয়েছে।প্রায় ১ যুগধরে ভবন কতৃপক্ষ জেনে বুঝে সরকারের লক্ষ লক্ষ টাকা চুরি করছে।এতে করে সরকার হারাচ্ছে রাজস্ব।
পরিসংখ্যান বলছে,বর্তমানে বৈধ লাইনের চেয়েও অবৈধ সংযোগ বেশি থাকার কারণে সরকার গ্যাস দিতে হিমশিম খাচ্ছে।
রফিক নামে একজন ব্যক্তি বলেন,প্রতিমাসে সরকারি নিয়ম অনুযায়ী বিল পরিশোধ করেও বৈধ সংযোগে গ্যাস পাচ্ছেন না অনেকেই।কিন্তু অবৈধ সংযোগ হরহামেশাই ব্যবহার হচ্ছে।এদের বিরুদ্ধে সরকার সঠিক ব্যবস্থা গ্রহন না করলে এই সমস্যা থেকেই যাবে।
এই বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর দায়িত্বরত ডি জি এম মোঃ এনামুল বলেন,অফিসে এসে ঠিকানা দিয়ে যান ১ সপ্তাহের মধ্যে সংযোগ বিছিন্ন করা হবে।