নোয়াখালী সোনাপুরে সি এন জি কামালের চাঁদাবাজি
নোয়াখালী জেলা প্রতিনিধিঃ নোয়াখালী জেলার সোনাপুর জিরো পয়েন্ট এলাকায় লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে কামালের বিরুদ্ধে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে,সোনাপুর জিরো পয়েন্টে কোন সি এন জি, বাস থামালে কিংবা পার্কিং করে রাখলেই চাঁদা গুনতে হয়।সি এন জি চালক রাজু বলেন ৩০-৫০ টাকা করে প্রতিটি সি এন জি তে দিতে হয়। না দিলে কামলা বাহিনীর লোকজন সি এন জি থামাতে দেয় না।
রুবেল নামে আরেকজন বাস চালক বলেন,এদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেলাম টাকা না দিলে গাড়ি থামাতে দেয় না আবার যাএীও উঠতে দেয় না।আগে এক সময় এই চক্রটি ছিলো না হঠাৎ কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে।
এই বিষয় নোয়াখালীর জেলার সোনাপুরের স্থানীয় এম পি একরামুল জানান,বিষয়টি দুঃখ জনক।এই রকম কোন কিছু পাওয়া গেলে ব্যবস্থা গ্রহন করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।