নির্বাচন নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যে ফখরুলকে ক্ষমা চাইতে হবে : ওবায়দুল কাদের – দৈনিক মুক্ত বাংলা
ঢাকাশুক্রবার , ১৬ জুন ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি-ব্যবসা
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. ইসলাম ও ধর্ম
  7. কোভিট-১৯
  8. ক্যারিয়ার
  9. খেলা
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. বিনোদন
  13. মি‌ডিয়া
  14. মু‌ক্তিযুদ্ধ
  15. যোগা‌যোগ

নির্বাচন নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যে ফখরুলকে ক্ষমা চাইতে হবে : ওবায়দুল কাদের

সম্পাদক
জুন ১৬, ২০২৩ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক::

দেশের নির্বাচন নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করা ‘আপত্তিকর’ মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কৃষক লীগ আয়োজিত তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি মহাসচিবের কী বিশ্রী মন্তব্য, বিষাক্ত কথা! কী করে বের হয়? তিনি কি গাজীপুর, বরিশাল, খুলনা, কক্সবাজারের নির্বাচন দেখেননি?’

গত বুধবার চট্টগ্রামে বিএনপির এক সমাবেশে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মন্তব্য করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, নির্বাচন নিয়ে আপত্তিকর শব্দ ব্যবহার করার পরও মার্কিন ভিসা নীতি এখানে কী করবে? এটা তো সুষ্ঠু নির্বাচনে বাধা। ওই সময় নির্বাচন নিয়ে বক্তব্যের জন্য মির্জা ফখরুলকে ক্ষমা চাওয়ার কথা বলেন কাদের।

তিনি বলেন, ‘যারা বিদেশ থেকে কথা বলছেন, এ ঘটনায় তারা কী ব্যবস্থা নেন? এটা কি সুষ্ঠু নির্বাচনে অন্তরায় নয়? এটা কারা করেছে? বিএনপি ও তার দোসররা। বঙ্গবন্ধুর ছবি ভাংচুর করবে। গ্রেফতার করা হলে বলবেন মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। বিনা বিচারে আটক, অভিযোগের অন্ত নেই।’

আওয়ামী লীগ কাউকে ভয় পায় না মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ কাউকে ভয় পায় না, আমাদের ঈমানের শক্তি আছে, দেশপ্রেম আছে। আওয়ামী লীগের শক্তির উৎস এ দেশের জনগণ।’

তিনি বলেন, ‘যারা রাজনীতির নামে বড় বড় কথা বলে, মিথ্যাচার করে, বিদেশীদের কাছে নালিশ করে বাংলাদেশ যাতে আরো কষ্টে নিপতিত হয়, যাতে বাংলাদেশ সক্ষমতার সাথে চলতে না পারে। আজকে বাংলাদেশের নির্বাচন শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরে থেকেও খেলা চলছে। চক্রান্ত চলছে। কোটি কোটি টাকা দিয়ে লবিস্ট নিয়োগ করছে। ক্ষমতায় না থাকলেও তাদের সে অর্থ আছে। লবিস্ট নিয়োগ করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ইউরোপীয় ইউনিয়নের ছয়জন সদস্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ছয়জন কংগ্রেসম্যানের চিঠিতে বলা হচ্ছে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। দেশটা আমাদের, মাথাব্যথা তাদের।’

কৃষক লীগের সভাপতি সমীর চন্দের সভাপতিত্বে আলোচনায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতিসহ কৃষক লীগ নেতারা।

এদিকে গতকাল আরেক অনুষ্ঠানে আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাতায়াত চ্যালেঞ্জ হবে বলে মন্তব্য করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি বলেন, ‘‌রমজানের ঈদের চেয়ে আমাদের দেশে ঈদুল আজহা খুবই চ্যালেঞ্জিং। এখানে অনেকগুলো নতুন উপসর্গ যুক্ত হয়। বাধাবিপত্তির সৃষ্টি হয়। কিছু বিষয় অন্তরায় হয়ে দাঁড়ায়। এগুলো অতিক্রম করা খুব সহজ নয়।’

তিনি বলেন, ‘রমজানের ঈদে আমাদের জন্য বৃষ্টির বিড়ম্বনা ছিল না। এবার এ চ্যালেঞ্জটি আছে। ধীরগতির পশুবাহী গাড়ি, এটা সমস্যা সৃষ্টি করবেই। ফিটনেসবিহীন গাড়িতে পশু পরিবহন এবং সড়কের পাশেই পশুর হাট। এ বিষয়গুলোও আমাদের দায়িত্ব পালনে মোটেও অবহেলা করা যাবে না। কারণ এগুলো বাস্তবিক অর্থে আমাদের জন্য চ্যালেঞ্জিং। এসব চ্যালেঞ্জ আমাদের অতিক্রম করতে হবে। কোরবানির ঈদের জন্য আমাদের বিশেষ নজর দিতে হবে।’

বিমানবন্দর-গাজীপুর মহাসড়কে চলমান বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পকে গলার কাঁটা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের একটা গলার কাঁটা আছে। সেটা হলো গাজীপুর। এ গলার কাঁটা আমরা বের করতে পেরেছি, সেই দাবি আমরা এখনো করতে পারছি না। হঠাৎ করে একপশলা বৃষ্টি হলে এয়ারপোর্ট অংশে সমস্যা হয়। এমনকি শুকনো অবস্থায় সেটা দুর্ভোগের কারণ। এ বছরই আমরা এ প্রজেক্ট শেষ করার জন্য অনেক দূর এগিয়ে গেছি। আশা করি কাজটা শেষ হয়ে যাবে।’

সভায় ঈদের আগে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘ঈদের সাতদিন আগে থেকে ট্রাক, লরিসহ ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে। হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশ দরকার। মহাসড়কের পাশে পশুর হাট বসানোর প্রবণতা কমেছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।