নিজস্ব প্রতিবেদক ::
ফিলিস্তিনের পশ্চিম তীরে এক সংঘর্ষে ৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০০ জন। ফিলিস্তিনের ওয়াফা বার্তা সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিজিটিএন।
সোমবার (১৯ জুন) ইসরায়েলি নিরাপত্তা বাহিনী পশ্চিম তীরের জেনিনে অভিযান চালালে ফিলিস্তিনি বাহিনীর সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ শুরু হয়।
একই সংঘর্ষে সাতজন ইসরায়েলি সেনা আহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল কর্তৃপক্ষ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।