নিজস্ব প্রতিবেদক ::
কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী, দেশের পর্যবেক্ষণাধীন ১০৯টি পানি সমতল স্টেশনের মধ্যে ৮১টি কেন্দ্রের পানি বৃদ্ধি পেয়েছে। ২৭টি কেন্দ্রের পানি কমেছে ও একটি কেন্দ্রের পানি অপরিবর্তিত রয়েছে।
এদিকে আবহাওয়া সংস্থার পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় দেশের উজানে ও উত্তর-পূর্বাঞ্চলে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এর ফলে এ অঞ্চলের নদ-নদীসমূহের পানি সমতল ধীর গতিতে বৃদ্ধি পেতে পারে। এ সময়ে উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার অববাহিকা ও তৎসংলগ্ন উজানে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে যার ফলে, এ সময় এ নদীসমূহের পানি সমতল সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে। তিস্তা নদী ডালিয়া পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে।
গত ২৪ ঘণ্টায় পঞ্চগড়ে বৃষ্টি হয়েছে ১৭৫ মিলিমিটার। এ ছাড়া ছাতকে ১১৯, লালাখালে ১৪১, জকিগঞ্জে ৫০, জাফলংয়ে ১০৯, কানাইঘাটে ৮৯, পাটেশ্বরীতে ১৩০, ডালিয়া পয়েন্টে ১০৮ বৃষ্টি মিলিমিটার রেকর্ড করা হয়েছে।