বাসযোগ্য শহরের তালিকায় শীর্ষে ভিয়েনা, শেষ দশে ঢাকা – দৈনিক মুক্ত বাংলা
ঢাকাবৃহস্পতিবার , ২২ জুন ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি-ব্যবসা
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. ইসলাম ও ধর্ম
  7. কোভিট-১৯
  8. ক্যারিয়ার
  9. খেলা
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. বিনোদন
  13. মি‌ডিয়া
  14. মু‌ক্তিযুদ্ধ
  15. যোগা‌যোগ
 
আজকের সর্বশেষ সবখবর

বাসযোগ্য শহরের তালিকায় শীর্ষে ভিয়েনা, শেষ দশে ঢাকা

সম্পাদক
জুন ২২, ২০২৩ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতি‌বেদক ::

সেরা দশ বাসযোগ্য শহরের মধ্যে রয়েছে এশিয়ার একমাত্র শহর জাপানের ওসাকা। ৯৬ পয়েন্ট পেয়ে ১০ নম্বরে রয়েছে শহরটি। ৪৩ দশমিক ৮ পয়েন্ট পেয়ে তালিকার ১৬৬ তম অবস্থানে রয়েছে ঢাকা। বাসযোগ্যতার তালিকায় ঢাকার অবস্থান নিচের দিক থেকে ৭ম।

স্বাস্থ্যসেবা, শিক্ষা, স্থিতিশীলতা, অবকাঠামো এবং পরিবেশসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বিবেচনায় নিয়ে তালিকাটি করা হয়। চমৎকার অবকাঠামো, স্ট্যান্ডআউট সংস্কৃতি, বিনোদন এবং মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবা ভিয়েনাকে তালিকার শীর্ষে রাখতে ভূমিকা রেখেছে।

ডেনমার্কের কোপেনহেগেন ও অস্ট্রেলিয়ার মেলবোর্ন রয়েছে তালিকার যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে। মেলবোর্ন ছাড়াও শীর্ষ দশে রয়েছে অস্ট্রেলিয়ার শহর সিডনি (৪)। শীর্ষ দশে স্থান পেয়েছে কানাডার তিনটি শহর—ভ্যাঙ্কুভার (৫), ক্যালগারি (৭) এবং টরন্টো (৯)। সেরা দশের বাকি দুটি শহর সুইজারল্যান্ডের জুরিখ (৬) ও জেনেভা (৮)।

গত বছরের তুলনায় ইউরোপের অন্যান্য শহরগুলোর বাসযোগ্যতার অবনমন ঘটেছে বলে মন্তব্য করেছে সিএনএন। তালিকা উদ্ধৃত করে সংবাদমাধ্যমটি জানায়, গত বছর যুক্তরাজ্যের রাজধানী লন্ডন ছিল ১২ তম স্থানে। শহরটি এবারের তালিকায় রয়েছে ৪৬ তম অবস্থানে। গত বছর ২২ তম স্থানে থাকা সুইডেনের রাজধানী স্টকহোম এবার নেমেছে ৪৩ তম অবস্থানে। সবার নিচের দিকের দশে স্থান পেয়েছে ইউক্রেনের শহর কিয়েভ। অবশ্য শহরটি গত বছর বাসযোগ্য শহরের তালিকায়ই ছিল না। বিশেষজ্ঞদের ধারণা, যুদ্ধ এবং এর ফলে অর্থনৈতিক ও রাজনৈতিক বিপর্যয় ইউরোপের শহরগুলোর বসবাসযোগ্যতাকে প্রভাবিত করেছে।

তবে এবার তালিকার একদম নিচের দিকে বেশ উত্থান-পতন ঘটেছে। আগের তালিকাগুলোতে যেসব শহর ওপরের দিকে ছিল তারা অনেকেই এবার তালিকার শেষ দিকে নেমে গেছে। বাসযোগ্য শহরের তালিকায় দামেস্কের আগে রয়েছে আলজেরিয়ার আলজিয়ার্স এবং লিবিয়ার ত্রিপোলি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।