নিজস্ব প্রতিবেদক ::
বাংলাদেশের অগ্রগতি হয়েছে উল্লেখ করে চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের এ অগ্রগতিতে বিশস্ত সঙ্গী হিসেবে পাশে থাকতে চায় চীন।
এ সময় মো. তাজুল ইসলাম বলেন, বর্তমানে চীন বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক শক্তি। এশিয়ান দেশ হিসেবে চীনের এ অর্জন আমাদের সবার জন্যই গর্বের।
চীনের রাষ্ট্রদূত ব্রিকসে বাংলাদেশের যোগদানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এতে বাংলাদেশের সঙ্গে চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় হবে।
স্থানীয় সরকার মন্ত্রী বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে চীনা সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। চীরা রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের উন্নয়নে চীন আরো ভূমিকা রাখতে চায়। বলেন, বাংলাদেশ যদি প্রকল্প প্রস্তাব দেয় তাহলে চীন দুদেশের মধ্যে সম্পৃক্ততা আরো বাড়াতে চায়। এ সময় চীনা রাষ্ট্রদূত চীনের অর্থায়নে চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।
আলোচনা শেষে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম এবং চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন নিজ নিজ দেশের স্মারক উপহার বিনিময় করেন।