রাজন ইসলাম রাজুঃরাজধানীর তুরাগ এহসানুল হক(৩০) ওরফে এহসান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ।
এই সময় তারকাছ থেকে ১৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায় , শনিবার ৬ আগষ্ট সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ থানার কামারপাড়া এলাকা হতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এহসানুল হক ওরফে এহসান (৩০),
কক্সবাজার জেলার টেকনাফ থানার মিস্ত্রিপাড়া গ্রামের মোঃ কলিমুলণ্ডাহের ছেলে। বর্তমানে ঢাকা জেলার আশুলিয়া থানার জামগড়া, কাঠালতলা মোড়ের দি-রোজ গার্মেন্টস্ এর পার্শ্বে, সাফায়েত এর বাসার ভাড়াটিয়া।
তুরাগ থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান জানান, একজন মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে তুরাগ থানার কামারপাড়া এলাকার সাহেব আলী মাদ্রাসার সামনে অবস্থান করছে এমন তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে তুরাগ থানা পুলিশ। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় ১৫০০ পিস ইয়াবাসহ এহসানকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তুরাগ থানায় মাদক আইনে একটি মামলা রুজু হয়েছে। যার মামলা নং-০৫