কামারপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী গ্রেফতার – দৈনিক মুক্ত বাংলা
ঢাকাসোমবার , ৮ আগস্ট ২০২২
  1. অপরাধ
  2. অর্থনীতি-ব্যবসা
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. ইসলাম ও ধর্ম
  7. কোভিট-১৯
  8. ক্যারিয়ার
  9. খেলা
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. বিনোদন
  13. মি‌ডিয়া
  14. মু‌ক্তিযুদ্ধ
  15. যোগা‌যোগ
 
আজকের সর্বশেষ সবখবর

কামারপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী গ্রেফতার

বার্তা কক্ষ
আগস্ট ৮, ২০২২ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

 

রাজন ইসলাম রাজুঃরাজধানীর তুরাগ এহসানুল হক(৩০) ওরফে এহসান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ।

এই সময় তারকাছ থেকে ১৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায় , শনিবার ৬ আগষ্ট সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ থানার কামারপাড়া এলাকা হতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এহসানুল হক ওরফে এহসান (৩০),
কক্সবাজার জেলার টেকনাফ থানার মিস্ত্রিপাড়া গ্রামের মোঃ কলিমুলণ্ডাহের ছেলে। বর্তমানে ঢাকা জেলার আশুলিয়া থানার জামগড়া, কাঠালতলা মোড়ের দি-রোজ গার্মেন্টস্ এর পার্শ্বে, সাফায়েত এর বাসার ভাড়াটিয়া।

তুরাগ থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান জানান, একজন মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে তুরাগ থানার কামারপাড়া এলাকার সাহেব আলী মাদ্রাসার সামনে অবস্থান করছে এমন তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে তুরাগ থানা পুলিশ। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় ১৫০০ পিস ইয়াবাসহ এহসানকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তুরাগ থানায় মাদক আইনে একটি মামলা রুজু হয়েছে। যার মামলা নং-০৫

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।