নিজস্ব প্রতিবেদক::
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মোট কোরবানির বর্জ্যের ৭০ ভাগ অপসারণ সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে ডিএনসিসির ৩২টি ওয়ার্ডে শতভাগ কোরবানি বর্জ্য অপসারণ সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জুন) সন্ধ্যায় ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মোট কোরবানির বর্জ্যের ৭০ ভাগ অপসারণ সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৩২টি ওয়ার্ডে শতভাগ সম্পন্ন হয়েছে। বাকি ওয়ার্ডগুলোর কাজও শেষ পর্যায়ে। শতভাগ সম্পন্ন হওয়া ওয়ার্ডগুলো হলো, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ১৭, ১৯, ২২, ২৩, ২৪, ১০, ১১, ১২, ২৬, ২৭, ২৮, ৩২, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৪৪, ৪৫, ৪৬, ৩৯, ৩৭, ৩৮, ৪১, ৪২ নম্বর ওয়ার্ড।
জানা গেছে, দ্রুততম সময়ের মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণে দুই সিটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। দ্রুত ও নির্ধারিত সময়েই বর্জ্য অপসারণে হটলাইন খোলা আছে এবং বর্জ্য অপসারণের জন্য প্রায় ১১ লাখ প্লাস্টিক ও পলিব্যাগ সরবরাহ করেছে দুই সিটি কর্তৃপক্ষ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।