গোদে বাবলু ভাই আর ঘুণে ধরা সমাজ – দৈনিক মুক্ত বাংলা
ঢাকামঙ্গলবার , ৩০ এপ্রিল ২০২৪
  1. অপরাধ
  2. অর্থনীতি-ব্যবসা
  3. আইন ও আদালত
  4. আন্তর্জাতিক
  5. আরও
  6. ইসলাম ও ধর্ম
  7. কোভিট-১৯
  8. ক্যারিয়ার
  9. খেলা
  10. জেলার খবর
  11. তথ্যপ্রযুক্তি
  12. বিনোদন
  13. মি‌ডিয়া
  14. মু‌ক্তিযুদ্ধ
  15. যোগা‌যোগ
 
আজকের সর্বশেষ সবখবর

গোদে বাবলু ভাই আর ঘুণে ধরা সমাজ

বার্তা কক্ষ
এপ্রিল ৩০, ২০২৪ ১২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

সোশ‌্যাল মি‌ডিয়া প্রতি‌বেদক::

কুষ্টিয়া নাটকের শহর। ছোট্ট বেলা থেকে পাড়ায় পাড়ায় নাটক হতে দেখেছি। প্রথমে মায়ের শাড়ি দিয়ে মঞ্চ বানিয়ে নাটক। তারপর ডেকোরেটার দিয়ে মঞ্চ সাজিয়ে নাটক। মাঠে ময়দানে নাটক চলতো। বোবার দোকানের পাশে, দেওয়ান মঞ্জিলের মাঠে, পুরান পোস্ট অফিসের পাশে, ছয় রাস্তার মোড়ে, জিকে কলোনির মাঠে, মিল পাড়ার মাঠে, কোটপাড়া অনিল মিত্রের মাঠে, আড়ুয়াপাড়া, আমলা পাড়া ৪ নাম্বার প্রাথমিক বিদ্যালয়ের মাঠে, কুঠিপাড়া ৫ নাম্বার প্রাথমিক বিদ্যালয়ে এইভাবে অজস্র মাঠে নাটক হত। রাজু আহমেদ, আহমেদ শরীফ, মিজু আহমেদ, কায়েস আহমেদ, কল্যাণ মিত্র, রানু ভাই, জিন্নাহ হক, জাফর ভাই, গুরুল ভাই রঞ্জিত দা, জিল্লুভাই,পুটুভাই,সমিরদা, শাহানুর আপা, সুনিল দার মত প্রথিতযশা সব দিকপালদের পদচারণায় মুখরিত কুষ্টিয়ার মঞ্চ। আমি হয়ত অনেকে নাম লিখি নাই নিজ গুণে ক্ষমা করবেন। এত অজস্র গুণীর জন্ম এই কুষ্টিয়ায় কার নাম বাদ দেব। এই নাম না বলা আমার অক্ষমতা। যেমন পিনুভাই, আমিরুল ভাই, নুরুজ্জজামান, মুকুল খসরু, ছকুভাই, বকুল খন্দকার পাড়ার নাটকের প্রাণপুরুষ তাদের ছাড়া নাটক কল্পনা করা যায় না। আরো অজস্র গুণী মানুষের নাম বাদ পড়ে যাচ্ছে। এই জন্য বার বার ক্ষমা চেয়ে নিচ্ছি। এইবার মুল প্রসঙ্গে আসি। এত নাটকের ভিড়ে একজন নাট্য সৈনিক নিবেদিত প্রাণ নাটক পাগল গোদে বাবলু তার নাটক নিয়ে হাজির হত। তার অভিনব নাম গোদে বাবলু। ঠিক তার নামের মত অভিনব তার কর্মকান্ড। এই বাবলু ভাই অদ্ভুত একটা ঘটনা ঘটাত। তার একটিমাত্র প্রিয় নাটক ছিলো ” ঘুণে ধরা সমাজ” এই একটি মাত্র নাটক দিয়ে সারাজীবন নিজ দায়িত্বে মঞ্চে করে গেছে। “ঘুণে ধরা সমাজের” এই ঘটনা শুধু ঐতিহাসিক না বলা যায় আনন্দদায়কও। বাবলু ভাইয়ের এই নাটক” ঘুণে ধরা সমাজ” নিয়ে কত বিচিত্র ঘটনাই না ঘটেছে। প্রতি বছর দুই থেকে তিনবার এই ঘুণে ধরা সমাজ পাড়ার মঞ্চে অভিনিত হত। আর প্রতিবার এই নাটক নিয়ে শুরু হত অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা। তারপরেও বাবলু ভাই দমে যেত না। সব প্রতিকুলতাকে জয় করে ঘুণে ধরা সমাজকে সবার সামনে উপস্থাপন করতেন। বাবলু ভাই ধৈর্য্যের পরিচয় দিতেন শিল্পের মহান দায়িত্ব নিজ কাধে নিতেন। সহজ সরল নিরহংকারী এই বাবলু ভাই সব কিছু হাসিমুখে মেনে নিতেন। ভাবতাম এই ঝড়ের পর বাবলু ভাই মনে হয় আর কোনো দিন ঘুণে ধরা সমাজ মঞ্চে আনবেন না। যেভাবে মঞ্চে পচা ডিম পড়েছে ঘুণে ধরা সমাজ চিরতরে বন্ধ হয়ে গেল। কিন্তু সব অপমানকে থোরাই কেয়ার করে আবার ঘুণে ধরা সমাজ মঞ্চে এনে গোদে বাবলু প্রমাণ করেছেন শিল্পের দায় অনেক বড়, শিল্পী অনেক উঁচুতে।গোদে ভাই শিল্পী একজন মহান শিল্পী। যারা ডিম মারত তারা ইতিহাসের আস্তাকুড়ে কিন্তু বাবলু ভাই মাথা উঁচু করে সমাজে চলেছেন। সেই বাবলু ভাই অসুস্থ। মনটা খারাপ হয়ে গেছে। কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার দ্রুত সুস্থতা কামনা করি। জয় হোক বাবলুর। জয় হোক ঘুণে ধরা সমাজের।
# Courtesy- Kochi Kandahar Actor and Author

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।